‌ গুরুগ্রামে মুসলিম যুবকের উপর অত্যাচারে কড়া ভাষায় নিন্দা করলেন গৌতম গম্ভীর
গৌতম গম্ভীর(Photo Credit: ANI/Twitter)

২৭মে,২০১৯:‌ বিজেপির (BJP)টিকিটে জিতলেও গুরুগ্রামে মুসলিম যুবকের(Muslim Man) উপর অত্যাচারে কড়া ভাষায় নিন্দা করলেন গৌতম গম্ভীর(Goutam Gambhir)। অভিযোগ, শনিবার রাতে ২৫ বছরের মুসলিম যুবক মহম্মদ বরকত আলম নমাজ সেরে ফেরার সময় তাঁর মাথার ফেজ  টুপি (Skull cap) খুলতে এবং জয় শ্রী রাম(Jai Shri Ram) বলতে জোর কমপক্ষে পাঁচজনের একটি দল। বরকত অস্বীকার করলে তাঁকে মারধর করে এবং তাঁর মাথায় মেরে টুপি ফেলে দেয় তারা বলেও অভিযোগ। সেই ঘটনাকে শোচনীয় বলে মন্তব্য করে প্রাক্তন এই ক্রিকেটার সোমবার টুইটারে বলেছেন, ‘‌গুরুগ্রাম প্রশাসনের উচিত দোষীদের উদাহরণমূলক শাস্তি দেওয়া। কারণ আমরা সবাই ধর্ম নিরপেক্ষ দেশে বাস করি। আমার ধর্ম নিরপেক্ষতার বিশ্বাস তৈরি হয়েছে প্রধানমন্ত্রীর সব কা সাথ, সব কা বিকাশ স্লোগানের পর থেকে। আমি শুধু গুরুগ্রামের ঘটনার কথা বলছি না, সারা দেশেই ধর্ম এবং জাতির নামে কোথাও হানাহানি হলেই তা গ্রহণযোগ্য নয়। সহিষ্ণুতাই দেশের উন্নতির পথ।’‌ এপ্রসঙ্গে ‘‌লগান’‌ ছবিতে মুসলিম গীতিকার জাভেদ আখতারের লেখা ‘‌ও পালন হারে’‌ গান এবং ‘‌দিল্লি ৬’‌ ছবিতে হিন্দু গীতিকার রাকেশ ওমপ্রকাশ মেহরার লেখা ‘‌আংরেজিয়া’‌ গানের উল্লেখ করেন তিনি। শনিবার রাতের ওই ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিস। অভিযুক্তরা এখনও পলাতক।