Gautam Gambhir Received Death Threats: গৌতম গম্ভীরকে খুনের হুমকি, দিল্লি পুলিশে অভিযোগ দায়ের বিজেপি সাংসদের
Gautam Gambhir (Photo Credits: Getty Images)

নতুন দিল্লি, ২৪ নভেম্বর: ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ও বিজেপি সাংসদ গৌতম গম্ভীর (Gautam Gambhir) দিল্লি পুলিশের কাছে গিয়ে অভিযোগ করেছেন যে তাঁকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। খুনের হুমকি দিচ্ছে 'আইএসআইএস কাশ্মীর' (ISIS Kashmir) নামে একটি জঙ্গি সংগঠনের তরফে। অভিযোগ দায়ের হতেই পূর্ব দিল্লির বিজেপি সাংসদ গম্ভীরের রাজেন্দ্র নগরের বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়েছে। অতিরিক্ত পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে ইতিমধ্যেই।

ডিসিপি সেন্ট্রাল শ্বেতা চৌহান জানিয়েছেন, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে গম্ভীরের বাসভবনের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

দিল্লি পুলিশ সূত্রে খবর, ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হওয়া গম্ভীরকে হুমকি মেল পাঠানো হয়েছে। হুমকি সংক্রান্ত বিস্তারিত এখনও জানা যায়নি। গম্ভীরকে যে অ্যাড্রেস থেকে হুমকি মেল পাঠানো হয়েছিল তার যাচাই সহ তদন্তের পরে পুলিশ আরও ব্যবস্থা নেবে।

২০১৯ সালে বিজেপির টিকিটে পূর্ব দিল্লি থেকে লোকসভা সাংসদ নির্বাচিত হন গম্ভীর। ২০১৮ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন তিনি। ১৫ বছর আন্তর্জাতিক স্তরে ভারতের হয়ে খেলেছেন তিনি।