Mukesh Ambani and Gautam Adani

নতুন দিল্লি, ২৪ নভেম্বর: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (RIL) চেয়ারম্যান মুকেশ আম্বানিকে (Mukesh Ambani) টপকে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি (Asia’s Richest Person) হলেন আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গৌতম আদানি (Gautam Adani)। বিশেষজ্ঞদের মতে, এটি গ্রুপ মার্কেট ক্যাপের উপর ভিত্তি করে। বিশেষজ্ঞদের বক্তব্য, আদানি টোটাল গ্যাস, আদানি পোর্টস এবং আদানি গ্রিন-র শেয়ার সহ আদানির গ্রুপের অন্য শেয়ারগুলি আকাশচুম্বী হয়েছে। সেই তুলনায় রিলায়েন্সের শেয়ারগুলির দাম গত কয়েকদিন ধরে পড়েছে।

আজ সকালের দিকে ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের তথ্য অনুসারে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোট ৯১ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে দৌড়ে এগিয়ে ছিলেন। আদানি গ্রুপের চেয়ারম্যানের আয় ছিল ৮৮.৮ বিলিয়ন মার্কিন ডলার। আরও পড়ুন: Mamata Modi Meeting: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ মমতার

২০২০ সালের এপ্রিল থেকে আদানির মোট সম্পদের পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২০ সালের ১৮ মার্চ তাঁর মোট সম্পদ ছিল ৪.৯১ বিলিয় ডলার। গত ২০ মাসে, গৌতম আদানির মোট সম্পদ ১৮০৮ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়ে হয়েছে ৮৩.৮৯ বিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে, মুকেশ আম্বানির মোট সম্পদ ২৫০ শতাংশ বেড়েছে অর্থাৎ ৫৪.৭ বিলিয়ন মার্কিন ডলার।