গুয়াহাটি: মহিলা বিচারকের (woman judge) গহনা (Jewellery) নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। পাশাপাশি তাঁকে পৌরাণিক অসুর চরিত্র (Mythical Character) ভস্মাসুরের (Bhasmasur) সঙ্গেও তুলনা করেছিলেন। এর জেরে এক আইনজীবীকে (Lawyer) দোষী সাব্যস্ত করল (Convicted) গুয়াহাটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ (Gauhati High Court)।
বিচারপতি কল্যাণ রাই সুরানা ও বিচারপতি দেবাশীষ বড়ুয়ার ডিভিশন বেঞ্চ সুয়োমোটো এই মামলায় আইনজীবী উৎপল গোস্বামীকে গত ৯ তারিখ ১০ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে জামিন দেয়। আগামী ২০ মার্চ এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে।
আদালত তার নির্দেশে জানিয়েছে, পেশায় আইনজীবী উৎপল গোস্বামীর নামে ১৯৭১ সালের আদালত অবমামনা আইনের ১৪ নম্বর ধারায় মামলা দায়ের হয়েছিল। ওই আইনজীবী গত ১৭ জানুয়ারি নিজের বক্তব্যের স্বপক্ষে হলফনামা আদালতে জমা দেন। তার ৫ ও ৬ নম্বর প্যারাগ্রাফ খতিয়ে দেখার পর ওই আইনজীবীকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
ওই অর্ডার কপিতে এটা উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত আইনজীবী নিজের ভুল বুঝতে পেরে এটা স্বীকার করেছেন যে মানব সমাজে শান্তি-শৃঙ্খলা, সৌভ্রাতৃত্ব ও সাম্যতা বজায় রাখার জন্য যে কোনও আদালতের জজ ও ম্যাজিস্ট্রেটদের সম্মান দেওয়াটা খুবই জরুরি। তাই এই বিষয়ে তিনি নিঃশর্তে ক্ষমা চাইছেন। আরও পড়ুন: K Kavitha Appears Before ED: আবগারি নীতি মামলা, দিল্লিতে ইডির কাছে হাজিরা কে কবিতার