ভারত রাষ্ট্র সমিতি এবং তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতা শনিবার হাজিরা দিলেন ইডির দফতরে। দিল্লি আবগারি মামলায় এদিন ইডির দফতরে হাজিরা দেন তিনি। দিল্লিতে শুক্রবার অনশনে অংশগ্রহন করার জন্য ইডির কাছে শনিবার সময় চেয়ে নেন কবিতা। সেই মতো হাজিরা দিলেন তিনি।
উল্লেখ্য এই মামলায় মণীশ সিসোদিয়াকেও সমন পাঠিয়েছিল ইডি।মার্চের ৮ তারিখেই কবিতা দিল্লিতে চলে আসেন ইডির সমন জারির পরেই। বিশেষ সূত্র থেকে জানা গেছে হায়দ্রাবাদের ব্যবসায়ী অরুণ রামচন্দ্রওয়ালার সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে কে কবিতাকে। যিনি আবগারি মামলায় গ্রেফতার হয়েছেন সোমবার রাতে।
ভারত রাষ্ট্র সমিতির পক্ষ থেকে কবিতার ইডি সমন নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে দল। কেন্দ্রের তদন্তকারী সংস্থাগুলি যে বিজেপির অন্যতম বাহু হয়ে পড়েছে সে বিষয়ে তীব্র প্রতিবাদ জানায় বিআরএস।
দিল্লির আবগারি কাণ্ডে দক্ষিণপন্থী লবির অংশগ্রহনের ক্ষেত্রে বিরাট ভূমিকা রয়েছে ব্যবসায়ী অরুণ রামচন্দ্রওয়ালার। ইডি এর আগে জানিয়েছিল যে আবগারি কাণ্ডে সুবিধা নিতে আপের কোন এক নেতাকে ১০০ কোটি টাকার অফার দেওয়া হয়েছিল। আর এই গ্রুপের মধ্যস্থতাকারী হিসেবে উঠে এসেছে রামচন্দ্রওয়ালার নাম। এর আগে গত বছর ডিসেম্বরে এই মামলায় সিবিআই জেরা করে কবিতাকে।
দিল্লি আবগারি নীতির ক্ষেত্রে অভিযোগ ছিল যে, এই নীতির মধ্যে কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে কিছু গ্রুপকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। এছাড়া অনুমোদন ছাডা় এল ১ লাইসেন্সের বর্ধিতকরন করারও অভিযোগ উঠেছে এই দুর্নীতিতে।
BRS MLC K Kavitha appears before ED in Delhi excise policy case
Read @ANI Story | https://t.co/twKMkoyY38#KKavitha #DelhiLiquorScam #Delhi #ED pic.twitter.com/qUWyXO3TGY
— ANI Digital (@ani_digital) March 11, 2023