ফতেগড় সাহিব: কুখ্যাত গ্যাংস্টার তেজা মহেন্দ্রপুরিয়া (Notorious Gangster Teja Mehandpuria) ও তার এক সঙ্গী মনপ্রীত প্পিটাকে (Manpreet Peeta) দিনের আলোয় প্রকাশ্য রাস্তায় এনকাউন্টার (Encounter) করল পাঞ্জাব পুলিশ (Punjab Police)। বুধবার ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের (Punjab) ফতেগড় সাহিব (Fatehgarh) জেলার বাস্সি পাঠানা (Bassi Pathana) এলাকায়।
গত ৮ জানুয়ারি পাঞ্জাব পুলিশের একজন কনস্টেবল কুলদীপ সিং বাজওয়াকে খুন করার ঘটনায় জড়িত থাকার অভিযোগ ছিল তেজা মহেন্দ্রপুরিয়ার বিরুদ্ধে। তারপর থেকেই কুখ্যাত এই গ্যাংস্টারকে খুঁজছিল পুলিশ।
এপ্রসঙ্গে পাঞ্জাব পুলিশের এডিজিপি প্রমোদ বান বলেন, "একটি গাড়িতে তেজা-সহ তিনজন ছিল। তাদের গাড়িটি আটকানোর চেষ্টা করে পুলিশ। এই সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে গ্যাংস্টার ও তার সঙ্গীরা। পালটা গুলি চালাতে থাকেন পুলিশকর্মীরা। এর ফলে তেজা ও তার এক সঙ্গীর মৃত্যু হয়। জখম হয়েছে এক দুষ্কৃতী ও দুই পুলিশ কর্মী। মৃত তেজার নামে ৩৮টির বেশি মামলা রয়েছে।"
Encounter in Bassi Pathana city of Fatehgarh Sahib district, 2 gangsters shot down by Punjab police. pic.twitter.com/BnZ9FX367a
— Nikhil (@NikhilCh_) February 22, 2023
Punjab | Two people, including gangster Teja, were killed and one injured in an encounter with the police in Fatehgarh Sahib. The gangster was involved in the January 8 murder case of constable Kuldeep Singh Bajwa: ADGP Pramod Ban pic.twitter.com/f8t2JVUI4S
— ANI (@ANI) February 22, 2023