Shooting Inside Rohini Court Premises. (Photo Credits: Twitter | ANI)

নতুন দিল্লি, ২৪ সেপ্টেম্বর: দিল্লির রোহিনী কোর্টে (Rohini Court Firing) গুলি চলল। মৃত্যু হয়েছে তিনজনের। তাদের মধ্যে রয়েছে কুখ্যাত গ্যাংস্টার জিতেন্দ্র মন গোগী (Jitender Mann Gogi)। কিছুদিন আগেই জিতেন্দ্রকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। শুক্রবার তাকে আদালতে পেশ করা হচ্ছিল। ঠিক তখনই দুই দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় গোগীর। পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু হয় দুই দুষ্কৃতীর। জানা গিয়েছে, উকিলের পোশাকে এসে গোগীকে লক্ষ্য করে গুলি চালায় দুই দুষ্কৃতী।

প্রায় ৩৫-৪০ রাউন্ড গুলি চালানো হয়েছে বলেই খবর। গুলি চলার সেই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, বন্দুক উঁচিয়ে যাচ্ছে পুলিশ। একটি ঘরের ভিতর থেকে গুলির আওয়াজ আসছে। ওই ঘরেই গোগীর উপর হামলা হয়।

দেখুন গুলি চলার ভিডিয়ো:

পুলিশের অনুমান, বিরোধী টিল্লু গ্যাংয়ের লোকজনই গোগীকে গুলি করেছে। তারা উকিলের পোশাক পরে কোর্টে ঢোকে। দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্থানা বলেন, “প্রতিদ্বন্দ্বী দলের দুই সদস্য আদালতের ভিতরে জিতেন্দ্র গোগিকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি করে দুই হামলাকারীকে হত্যা করে। পুলিশের তৎপরতায় অনেকের প্রাণ রক্ষা হয়েছে।”