আজ, মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস।ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের সময় থেকেই শ্রী নরেন্দ্র মোদী দেশে ও বিদেশে যেখানেই ভাষণ দিয়েছেন, সেখানেই মহাত্মা গান্ধীর আদর্শ, নৈতিকতা ও শিক্ষাদর্শগুলিকে তুলে ধরেছেন। আজ মৃত্যু বার্ষিকীতে তিনি লিখলেন -আমি বাপুকে তাঁর পুণ্য তিথিতে প্রণাম করি এবং তাঁর গভীর চিন্তাধারাকে স্মরণ করি। যারা আমাদের জাতির সেবায় শহীদ হয়েছেন তাদের সকলের প্রতিও শ্রদ্ধা জানাই। তাদের আত্মত্যাগ কখনই বিস্মৃত হবে না এবং একটি উন্নত ভারতের জন্য কাজ করার জন্য আমাদের সংকল্পকে শক্তিশালী করে রাখবে।
I bow to Bapu on his Punya Tithi and recall his profound thoughts. I also pay homage to all those who have been martyred in the service of our nation. Their sacrifices will never be forgotten and will keep strengthening our resolve to work for a developed India.
— Narendra Modi (@narendramodi) January 30, 2023
স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তাঁর শ্রদ্ধাঞ্জলি তে লেখেন-
মহাত্মা গান্ধীকে তাঁর মৃত্যুবার্ষিকীতে কোটি কোটি প্রণাম, যিনি আমাদেরকে আদিবাসী ও স্বনির্ভরতার পথ অনুসরণ করে দেশকে স্বনির্ভর করতে অনুপ্রাণিত করেছিলেন।
স্বাধীনতার স্বর্ণযুগে স্বচ্ছতা, স্বদেশী এবং স্বভাষার ধারণা গ্রহণ করাই হবে গান্ধীজির প্রতি প্রকৃত শ্রদ্ধা।
स्वदेशी और स्वावलंबन के मार्ग पर चलकर देश को आत्मनिर्भर बनाने की प्रेरणा देने वाले महात्मा गांधी जी की पुण्यतिथि पर उन्हें कोटि-कोटि नमन।
आजादी के अमृतकाल में पूज्य बापू के स्वच्छता, स्वदेशी और स्वभाषा के विचारों को अपनाकर उन पर चलाना ही गाँधी जी को सच्ची श्रद्धांजलि होगी। pic.twitter.com/ZBYH3cUg0S
— Amit Shah (@AmitShah) January 30, 2023
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লেখেন- আমি শ্রদ্ধেয় বাপুকে তাঁর মৃত্যুবার্ষিকীতে প্রণাম করি এবং আমার বিনম্র শ্রদ্ধা জানাই। বিশ্ব শান্তি ও ভারতের অগ্রগতির জন্য তাঁর দেখানো পথ আজও খুব প্রাসঙ্গিক। তাঁর অনুপ্রেরণায় আজ নতুন ও স্বনির্ভর ভারত গড়ার কাজ এগিয়ে চলেছে।
पूज्य बापू की पुण्यतिथि पर मैं उन्हें नमन करते हुए अपनी विनम्र श्रद्धांजलि अर्पित करता हूँ। विश्व शांति और भारत की प्रगति का जो मार्ग उन्होंने दिखाया वह आज भी बहुत प्रासंगिक है। उनकी प्रेरणा से ही आज एक नए और आत्मनिर्भर भारत का निर्माण प्रगति पर है।
— Rajnath Singh (@rajnathsingh) January 30, 2023
নিজেপি সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা তাঁর স্মরণে লেখেন-
আমি জাতির পিতা মহাত্মা গান্ধীকে প্রণাম জানাই, যিনি সত্য ও অহিংসার মাধ্যমে মানবতার শান্তি ও কল্যাণের পথ প্রশস্ত করেছিলেন, তাঁর মৃত্যুবার্ষিকীতে।
আপনার আদর্শ জীবন ও কল্যাণ চিন্তা আমাদের সর্বদা দেশ ও সমাজ সেবায় অনুপ্রাণিত করবে।
सत्य एवं अहिंसा से मानवता की शांति व कल्याण का मार्ग प्रशस्त करने वाले राष्ट्रपिता महात्मा गाँधी जी की पुण्यतिथि पर कोटिशः नमन करता हूँ।
आपका आदर्श जीवन एवं कल्याणकारी विचार हमें सदैव राष्ट्र एवं समाज की सेवा के लिए प्रेरित करते रहेंगे।
— Jagat Prakash Nadda (@JPNadda) January 30, 2023