কেন্দ্র অপারেশন সিন্দুর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযানের সময় অসাধারণ কৃতিত্ব প্রদর্শনের জন্য প্রতিরক্ষা কর্মীদের শৌর্য পুরষ্কারে সম্মানিত করার ব্যাপারে তালিকা তৈরির জন্য গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে। এতে প্রধানত ভারতীয় বায়ু সেনা ও ভারতীয় সেনা কর্মীদের শৌর্য পুরষ্কারে ভূষিত করার কথাই উল্লেখ করা হয়েছে। কর্ণেল কোশাঙ্ক লাম্বা ও লেফটেন্যান্ট কর্ণেল সুশীল বিস্ত, ফাইটার পাইলট-গ্রুপ ক্যাপটেন রঞ্জিত সিং সিন্ধু ও আর এক গ্রুপ ক্যাপটেন অনিমেশ পাটনি এই তালিকায় রয়েছেন।
The Central Government has recently issued a gazette notification in which the citations of the gallantry awardees of defence forces from different operations, including Operation Sindoor, have been notified. The gallantry award citations included in the gazette are mainly of… pic.twitter.com/Wd7IWCbyvZ
— ANI (@ANI) October 21, 2025
কর্ণেল লাম্বাকে ভারতীয় সেনাবাহিনীতে অসাধারণ সাহসিকতা এবং শৌর্য প্রদর্শনের জন্য বীরচক্রে ভূষিত করা হয়।
লেফটেন্যান্ট কর্ণেল বিস্ত কমান্ডিং অফিসার হিসেবে অসাধারণ নেতৃত্ব ও সাহসিকতার পরিচয় দেয়। জঙ্গিঘাঁটিগুলি সম্পূর্ণ ধ্বংস করার ক্ষেত্রেও তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য।
অন্যদিকে, গ্রুপ ক্যাপ্টেন রঞ্জিত সিং-কে পূর্ব নির্ধারিত লক্ষ্য বস্তুগুলিতে সঠিকভাবে নিশানা করে আঘাত হানার জন্য বীরচক্র প্রদান করা হয়।
গ্রুপ ক্যাপটেন অনিমেশ পাটনি একটি অগ্রবর্তী ঘাঁটি থেকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার ক্ষেত্রে অসাধারণ কৃতিত্ত্বের স্বীকৃতি হিসেবেও বীর চক্রে ভূষিত করা হয়।
উল্লেখ্য, এর আগে সশস্ত্র বাহিনী এবং সশস্ত্র পুলিশ বাহিনীর কর্মীদের অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ১২৭-টি শৌর্য পুরষ্কার এবং ৪০-টি বিশিষ্ট সেবা পদক প্রদানের বিষয়টি অনুমোদন করেন।