পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দিল্লিতে অনুষ্ঠিত হওয়া জি ২০ সম্মেলনে যোগ দিতে এসেছেন অনেকেই। তবে সবার মধ্যে নজর কাড়লেন আইএমএফের প্রধান ক্রিসটালিনা জর্জিয়েভা।এদিন দিল্লি এয়ারপোর্টে অবতরন করার পর বিশেষভাবে তাঁকে স্বাগত জানানো হয়।সেই সময় মঞ্চে গানের তালে নাচছিলেন কিছু মহিলা। তা দেখে কিছুটা উৎসাহিত হন। পা মেলাতে দেখাতে যায় গানের তালে। সেই ছবি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
দুদিনের এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে একত্রিত হচ্ছেন প্রতিনিধিরা। সন্ধ্যে ৭ টার সময় দিল্লিতে চলে আসবেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন। তাছাড়া ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি শুনক, জাপানের প্রধানমন্ত্রী সহ আরও অনেকেই দিল্লিতে পা রেখেছেন জি ২০ অনুষ্ঠান উপলক্ষ্যে।
Difficult to resist #Sambalpuri beats .
MD International Monetary Fund Ms. @KGeorgieva arrives in India for #G20 summit to a #Sambalpuri song and dance welcome . #OdiaPride pic.twitter.com/4tx0nmhUfK
— Dharmendra Pradhan (@dpradhanbjp) September 8, 2023
International Monetary Fund (#IMF) chief #KristalinaGeorgieva upon her arrival in #India for #G20Summit could not resist herself from attempting a few dance steps on a Sambalpuri song.
On her arrival at Delhi airport, Georgieva received a warm welcome and was greeted by a… pic.twitter.com/UICtpZvVw7
— IANS (@ians_india) September 8, 2023