পিএ সাংমা, সোমনাথ চ্যাটার্জি, সুমিত্রা মহাজন। (File Image)

নয়া দিল্লি, ১৯ জুন: সর্বসম্মতিক্রমে ১৭তম লোকসভার স্পিকার বা অধ্যক্ষ নির্বাচিত হলেন ওম বিড়লা (OM Birla)। রাজস্তানের কোটা কেন্দ্রের সাংসদ ওম বিড়লাকে লোকসভায় সাংসদদের হেডস্য়ারের ভূমিকায় দেখা যাবে। অতীতে যে আসনে বসেছেন বাঙলার জনপ্রিয় প্রয়াত সাংসদ-বাম নেতা সোমনাথ চ্যাটার্জি (Somnath Chatterjee)। রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন যে কেন্দ্রে মধ্যে, সেই বোলপুরের প্রাক্তন সাংসদ সোমনাথ চ্যাটার্জিই ছিলেন লোকসভায় প্রথম বাঙালী স্পিকার।

২০০৪ সালের প্রথম ইউপিএ সরকারের আমলে তাঁকে ওই পদ দেওয়া হয়েছিল। ওই বছরে বীরভূমের বোলপুর কেন্দ্র থেকে বিপুল ভোটে জিতেছিলেন। অধ্যক্ষ সোমনাথ চ্যাটার্জির অভিভাবকত্বের প্রশংসা করিয়েছিলেন সবাই। সরকারপক্ষ তো বটেই এমনকি বিরোধীরাও সোমনাথ চ্যাটার্জির প্রশংসা করেছিলেন। আরও পড়ুন- রাহুল গান্ধীর জন্মদিনে PM নরেন্দ্র মোদির শুভেচ্ছা, রাগা-র রাজনৈতিক জীবন নিয়ে প্রশ্ন

লোকসভার প্রথম অধ্যক্ষ ছিলেন গণেশ বাসুদেব মাবলঙ্কর। শিবরাজ পাতিল থেকে পিএম সাংমা। নানা সময় জনপ্রিয় নেতারা লোকসভার অধ্যক্ষের দায়িত্ব সামলেছেন। শেষ দুটি লোকসভায় দুজন মহিলা স্পিকার বা অধ্যক্ষের অধীনে চলে অধিবেশন। ইউপিএ-টু আমলে দেশের প্রথম মহিলা স্পিকার হিসেবে দায়িত্ব সামলান মীরা কুমার। তারপর মোদি ওয়ান মন্ত্রিসভায় লোকসভায় স্পিকারের ভূমিকায় দেখা যায় সুমিত্রা মহাজন। এবার তিনি ভোটে না দাঁড়ানোয় সেই দায়িত্ব দেওয়া হল রাজস্থানের জনপ্রিয় বিজেপি নেতা-সাংসদ ওম বিড়লাকে।

এক নজরে লোকসভার স্পিকাররা- (List of Speakers in Lok Sabha)

গণেশ বাসুদেব মাবলঙ্কর (১৯৫২-১৯৫৬)

এম.এ. আয়াঙ্গার (১৯৫৬-১৯৬২)

হুকুম সিং (১৯৬২-১৯৬৭)

নীলম সঞ্জীব রেড্ডি (১৯৬৭-১৯৬৯)

গুরদয়াল সিং ধিলন (১৯৬৯-১৯৭৫)

বলি রাম ভগত (১৯৭৬-১৯৭৭)

নীলম সঞ্জীব রেড্ডি (১৯৭৭)

কে.এস হেগড়ে (১৯৭৭-১৯৮০)

বলরাম জাখর (১৯৮০-১৯৮৯)

রবি রায় (১৯৮৯-১৯৯১)

শিবরাজ পাটিল (১৯৯১-১৯৯৬)

পিএ সাংমা (১৯৯৬-১৯৯৮)

জিএমসি বালাযোগী (১৯৯৮-২০০২)

মনোহর যোশী (২০০২-২০০৪)

সোমনাথ চ্যাটার্জি (২০০৪-২০০৯)

মীরা কুমার (২০০৯-২০১৪)

সুমিত্রা মহাজান (২০১৪-২০১৯)

ওম বিড়লা (২০১৯)