গোরখপুর, ২০ জুলাই: বৃষ্টির দেখা নেই, তাই বৃষ্টির (Rain) আশায় ব্যাঙের বিয়ে (Frog Wedding) দেওয়া হল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গোরখপুরে (Gorakhpur)। বৃষ্টির দেবতা ভগবান ইন্দ্রকে (Lord Indra) খুশি করার জন্য একদল দম্পতি ব্যাঙের বিয়ের আয়োজন করেছিল। মঙ্গলবার রাতে সব আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ওই 'বিয়ে'।
বিয়ে অন্যতম আয়োজনকারী রাধাকান্ত ভার্মা বলেন, "এটি বিশ্বাস যে ব্যাঙের বিয়ে বৃষ্টি আনার জন্য অনুষ্ঠিত হয়। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না। তাই ধান চাষে সমস্যায় পড়েছেন কৃষকরা।" আরও পড়ুন: Mumbai Horror: স্বামীকে খুন করে দেহ লুকিয়ে রাখার অভিযোগ, পুলিশের জালে স্ত্রী ও তাঁর প্রেমিক
দেখুন ছবি:
Uttar Pradesh | A group of people organised a wedding of frogs to please the rain God, in Gorakhpur
"It's an important ritual. They have been married off. I prayed to God and I am hopeful that it will rain," says Radhakant Verma, organizer pic.twitter.com/schLpHeUeT
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) July 19, 2022
বিয়ের অনুষ্ঠানে বহু মানুষ ভিড় করেছিলেন। ব্রাহ্মণ মন্ত্র পড়ে দুই ব্যাঙের বিয়ে দেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের জন্য পেট পুরে খাওয়ার ব্যবস্থাও ছিল।