Yogi Adityanath File Image | (Photo Credits: PTI)

লখনউ, ২৬ মার্চ: দ্বিতীয়বার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দিন থেকেই নতুন উদ্যোমে কাজ শুরুলেন যোগী আদিত্যনাথ (CM Yogi Adityanath)। যোগী টু মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট বৈঠকে ছিল হল উত্তরপ্রদেশে করোনা কালে চালু হাওয়া বিনামূল্য রেশন দেওয়ার প্রকল্প আরও তিন মাস বাড়ানো ববে। এই বিনামূল্য রেশন প্রকল্পে রাজ্যের ১৫ কোটি মানুষ সরাসরি উপকৃত হন। যে কারণে এই প্রকল্পে ৩ হাজার ২৭০ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। প্রতিষ্ঠান বিরোধী হাওয়া থাকা সত্ত্বেও যোগীর ক্ষমতায় ফিরে আসার পিছনে বিনামূল্যে রেশন সহ জনমোহনী বেশ কিছু প্রকল্পের হাত আছে।

গতকাল, শুক্রবার দ্বিতীয় বারের জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদে শপথ নেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath )। সেই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রিসভার এক ঝাঁক মন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ উপস্থিত থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আরও পড়ুন: শববাহী গাড়ি আসতে দেরি, মেয়ের মৃতদেহ কাঁধে চাপিয়ে বাড়ির পথে বাবা!

এদিকে, সদ্য সমাপ্ত উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে দেখা গিয়েছে যোগী আদিত্যনাথ দলকে ভাল জয় এনে দিলেও, বিরোধীরা আরও সুসংহত প্রচার-একজোট হয়ে নামতে পারলে, ২০২৪ উত্তরপ্রদেশ লোকসভায় বিজেপিকে ৪৫-র নিচে নামানো অসম্ভব হবে না। আর সেটা হলে এনডিএ-র ওপর ভরসা না করে পুরোপুরি একা দেশের মসনদে বসা কঠিন হবে বিজেপি-র। তবে পদ্ম শিবিরের একটাই স্বস্তি কংগ্রেসের হাল একেবারেই খারাপ, আর কংগ্রেসের বাইরে আঞ্চলিক দলগুলির জোট একেবারেই দানা বাঁধছে না। তবু বিজেপি চাইছে আগামী দু বছর ইউপিতে উন্নয়নের ঝড় তুলে ইউপিতে থেকে অন্তত ৭০+টি আসনে জিততে।