নতুন দিল্লি, ২১ ফেব্রুয়ারি: স্কুলের হোমওয়ার্ক না করে নিয়ে গেলে শিক্ষকরা সাধারণত ওঠবোস (Squats) করার শাস্তি দিতেন। আমাদের মধ্যে অনেকেরই এই অভিজ্ঞতা হয়েছে। আচ্ছা যদি ওঠবোস করার জন্য কেউ আপনাকে কিছু উপহার দেয়, তাহলে কেমন হবে? ভাবছেন সে অবার হয় নাকি। আসলে ঠিক এই রমকটাই হচ্ছে। ৩০ বার ওঠবোস করুন, আপনার হাতে আসবে বিনামূল্যে রেল স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট। এমনই মজার এক নিয়ম তৈরি করল ভারতীয় রেল। দিল্লির আনন্দ বিহার স্টেশনে (Anand Vihar railway station) প্রথম প্রয়োগ করা হল এই নিয়মটি।
রেলমন্ত্রী রেলমন্ত্রী পীযূষ গোয়েল(Union Railway Minister Piyush Goyal) টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, "ফিটনেসের সঙ্গে সঞ্চয়, দিল্লির আনন্দ বিহার রেল স্টেশনে ফিটনেসে উৎসাহিত করার জন্য একটি অনন্য পরীক্ষা করা হয়েছে। প্ল্যাটফর্ম টিকিট ইনস্টল করা মেশিনের সামনে ওঠবোস অনুশীলন করার পরে নিখরচায় টিকিট নেওয়া যেতে পারে।" তিনি জানান, ফিট ইন্ডিয়া প্রোগ্রামের এই নয়া উদ্যোগের ফলে মানুষ যোগ–ব্যায়াম করতে বাধ্য হবে। রেল মন্ত্রীর পোস্ট করা ভিডিয়োতে এক কিশোরকে ওঠবোস করতে দেখা যাচ্ছে। নিয়মটা হল, ১৮০ সেকেন্ডে ৩০ বার ওঠবোস করতে হবে, তবেই হাতে আসবে ফ্রি টিকিট। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে প্রশংসার ঝড় বইছে। অনেকেই বলছেন, এমন একটি উদ্যোগের ফলে যাত্রীদের মধ্যে ব্যায়াম করার অভ্যাস তৈরি হবে। আরও পড়ুন: Washrooms On Wheels: গোলাপি বাসে 'ওয়াশরুমস অন হুইলস', মহিলাদের চিন্তা থেকে রেহাই
फिटनेस के साथ बचत भी: दिल्ली के आनंद विहार रेलवे स्टेशन पर फिटनेस को प्रोत्साहित करने के लिए अनूठा प्रयोग किया गया है।
यहां लगाई गई मशीन के सामने एक्सरसाइज करने पर प्लेटफार्म टिकट निशुल्क लिया जा सकता है। pic.twitter.com/RL79nKEJBp
— Piyush Goyal (@PiyushGoyal) February 21, 2020
২০১৯ সালের অগাস্ট মাসে ‘ফিট ইন্ডিয়া প্রোগ্রাম’–এর কথা প্রথম ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর মতে, সরকারের এই প্রকল্পের মাধ্যমে মানুষের জীবনে দৈনিক যোগ–ব্যায়ামের অভ্যাস তৈরি হবে।