নয়াদিল্লিঃ রথযাত্রা (Rathyatra 2025)শেষ। কিন্তু এখনও নিরাপত্তার চাদরে মোড়া পুরীর জগন্নাথ মন্দির(Puri Jagannath Temple)। কিন্তু এবার এই কড়া নিরাপত্তা বেষ্টনী ভেদ করে মন্দিরে প্রবেশ করল চার অজ্ঞাতপরিচয় ব্যক্তি। অভিযোগ, মন্দিরের দক্ষিণ দিকের সীমানা প্রাচীর বেয়ে ঢুকে পড়ে তারা। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
জানা গিয়েছে, মন্দিরের মেঘানাদ পাচেরি অর্থাৎ, দক্ষিণ দিকের সীমানার কাছে একটি বড় আবর্জনার ঢিবি ছিল। ওই ঢিবিতে উঠেই পাঁচিল টপকায় তারা। সেই মুহূর্তের একটি ভিডিয়ো সামনে এসেছে। যাকে ঘিরে শোরগোল পুরীতে। ভিডিয়ো ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে জগন্নাথ মন্দির প্রশাসন। কমিটি গঠন করে শুরু হয়েছে তদন্ত।
পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকে পড়ল চার ব্যক্তি, তারপর...?
এই প্রসঙ্গে পুরীর ডিস্ট্রিক্ট কালেক্টর চঞ্চল রানা জানিয়েছেন, নিরাপত্তা লঙ্ঘনের তদন্তের জন্য ইতিমধ্যেই কমিটি গঠন ক্করেছে এসজেটিএ। এই কমিটিতে মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল অফিসার, মন্দিরের পরিকাঠামোর দায়িত্বে থাকা সিভিল ইঞ্জিনিয়ার ও সাফাই বভাগের কর্তা রয়েছেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সবশেষে, তদন্ত কমিটিকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকে পড়ল চার অজ্ঞাত পরিচয় ব্যক্তি
How did four youths breach security and scale Meghanada Pacheri to enter Jagannath Temple during Rath Yatra? What a Terrible mismanagement!!! Who is responsible for this shocking security lapse?@SJTA_Puri @PrithivirajBJP @MohanMOdisha @BJP4Odisha pic.twitter.com/bnRsqV2A8W
— Marama Katha - ମରମ କଥା (@maramakatha) July 9, 2025