উত্তরাখণ্ড, ২৮ জুলাই: রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন (Ram Temple Foundation Stone Laying Ceremony) উপলক্ষে বদ্রীনাথের মাটি ও অলকানন্দার জল গেল অযোধ্যায়। সংবাদ সংস্থা এএনআই-এর তথ্যানুসারে বিশ্বহিন্দু পরিষদের সদস্যরা অলকানন্দার জল ও বদ্রীনাথের মাটি নিয়ে সোমবার অযোধ্যার উদ্দেশে রওনা দিয়েছেন। আগামী ৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। এই কাজের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে। মহামারী করোনাভাইরাসের দাপটে দিশেহারা দেশে। এই পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে। সেজন্য রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে ২০০ জনের বেশি জমায়েত হচ্ছে না। এর মধ্যে আমন্ত্রিতের সংখ্যা ১৫০ জন। আরও পড়ুন-Tihar Jail: শিয়রে করোনার থাবা, বন্দি-পরিজনদের ভার্চুয়াল সাক্ষাতের অনুমতি তিহাড় জেল কর্তৃপক্ষের
Uttarakhand: Soil from Badrinath & water from Alakananda river is being sent to UP's Ayodhya for foundation stone laying ceremony of Ram Temple. A delegation of Vishwa Hindu Parishad y'day left for Ayodhya with the soil & water. The ceremony is scheduled to be held on 5th August. pic.twitter.com/TkbLpQbewO
— ANI (@ANI) July 28, 2020
এই প্রসঙ্গে স্বামী গোবিন্দ দেবগিরি জানিয়েছেন, রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে দেশের সমস্ত মুখ্যমন্ত্রীকেই আমন্ত্রণ জানানো হবে। রাম মন্দির তৈরির যাবতীয় তত্ত্বাবধানে রয়েছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। প্রস্তাবিত রাম মন্দিরের মাথায় তিনটির বদলে পাঁচটি গম্বুজ থাকবে। মন্দিরের উচ্চতা হবে ১৬১ ফুট। এই সিদ্ধান্ত শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের। গত নভেম্বর মাসে সুপ্রিম রায়ে অযোধ্যার বিতর্কিত জমির ভাগ্য নির্ধারণ হয়ে যায়। প্রাক্তন প্রধানমন্ত্রী রঞ্জন গগৈয়ের রায়ের ভিত্তিতে অযোধ্যায় রাম মন্দির নির্মাণকেই অগ্রাধিকার দেওয়া হয়। ওই জমিতেই এক সময় বাবরি মসজিদ ছিল। সেই জমিতেই তৈরি হবে রাম মন্দির। সুপ্রিম কোর্টের নির্দেশে অযোধ্যায় রাম মন্দির তৈরির জন্য কেন্দ্রের তরফে ট্রাস্ট ও গঠন করা হয়।