Bhupendra Patel. (Photo Credits: Twitter/ @neelpatelbjp)

আমেদাবাদ, ২৯ অক্টোবর: দেশের প্রথম রাজ্য হিসেবে ইউনিফর্ম সিভিল কোড চালু করার প্রক্রিয়া শুরু করল গুজরাট সরকার। ভারতীয় সংবিধানের ৪৪ নম্বর ধারায় লেখা লেখা আছে, "ভারতের সমগ্র ভূখণ্ড জুড়ে নাগরিকদের জন্য একটি অভিন্ন নাগরিক আইন সুরক্ষিত করার চেষ্টা করবে রাষ্ট্র।"সেই পথেই এগোল গুজরাট।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে নির্বাচনের মুখে ইউনিফর্ম সিভিল কোড চালু করতে গড়া হল সরকারী কমিটি। গুজরাট সরকারের গড়া ইউনিফর্ম সিভিল কোড লাগু করার কমিটির প্রধান করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারককে। এমন কথা জানালেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল এদিন ক্যাবিনেট বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেন বলে গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী জানান। আরও পড়ুন-দিল্লিতে বায়ুদূষণের মাত্রা বিপদজনক স্তরে

দেখুন টুইট

ইউনিফর্ম সিভিল কোড বা UCC হল গোটা দেশের জন্য একটি অভিন্ন আইন প্রণয়ন ও বাস্তবায়নের কথা। এই অভিন্ন আইন, বিবাহ, বিবাহবিচ্ছেদ, সম্পত্তির উত্তরাধিকার, দত্তক গ্রহণ এবং এই ধরণের অন্যান্য বিষয়ে সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের জন্য লাগু হবে। ইউনিফর্ম সিভিল কোডের কথা ভারতীয় সংবিধানের ৪৪ নম্বর ধারার পার্ট ৪-এ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।