Captain Amrinder Singh (Photo Credit: Twitter)

নতুন দিল্লি, ২ ডিসেম্বর: কংগ্রেস মুক্ত ভারতের কথা বলে অনেকটাই সফল হয়েছেন নরেন্দ্র মোদী। দেশের বিভিন্ন জায়গায় কংগ্রেস যত কোণঠাসা হচ্ছে, হাত ছেড়ে কংগ্রেসের তারকা নেতাদের বিজেপিতে আসার ঢল বাড়ছে। এমন সময় কংগ্রেস ছেড়ে বিজেপি-তে আসা নেতাদের বড় বার্তা দিল বিজেপি। পঞ্জাবে কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংকে দলের জাতীয় কর্মসমিতিতে জায়গা দিল বিজেপি। মানে কংগ্রেসের প্রাক্তন ক্যাপ্টেন এখন বিজেপির আম্পয়ার হয়ে গেলেন। অমরিন্দর সিংয়ের (Amrinder Singh) পাশাপাশি  পঞ্জাবে আরও এক ছেড়ে আসা কংগ্রেসের দাপুটে নেতা-প্রাক্তন সাংসদ সুনীল জাখরকেও বিজেপি জাতীয় কর্মসমিতিতে জায়গা দেওয়া হল।

অমিত শাহ-জেপি নাড্ডা-রা কংগ্রেসের প্রাক্তনী অমরিন্দর, সুনীলদের জাতীয় কর্মসমিতিতে জায়গা দিয়ে বুঝিয়ে দিলেন আগামী দিনে হাত ছেড়ে পদ্মপ্রাপ্তি করতে চাইলে অবহেলা নয়, সম্মান দেওয়া হবে। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসে ছেড়ে বিজেপি-তে যোগদানে ইচ্ছুক নেতাদের শাহ-রা বুঝিয়ে দিলেন, আর কিছু না হোক, সাম্মানিক পদ অবশ্যই মিলবে। এর আগহে মধ্যপ্রদেশে দাপুটে নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দিয়ে সোজা গুরুত্বপূর্ণ মন্ত্রক পেয়ে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন। আরও পড়ুন-স্বামীকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়ার জের, স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ ব্যক্তির

দেখুন টুইট

পঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে নভোজত সিং সিধুর সঙ্গে বিরোধিতার জেরে কংগ্রেস ছেড়ে বিজেপি-র সঙ্গে সখ্যতা বাড়িয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর। গান্ধী পরিবার সিধুকে বেশি গুরুত্ব দিয়ে তাঁকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর পর নিজের দল গড়ে বিজেপি-র সঙ্গে জোট গড়ে পঞ্জাব বিধানসভা নির্বাচনে লড়েছিলেন অমরিন্দর। যদিও ভোটে সফলতা না পাওয়ার পর অমরিন্দর নিজের দল গুঁটিয়ে সরাসরি বিজেপিতে যোগ দেন। রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি পদে বিজেপি প্রার্থী হিসেবে অমরিন্দরের নাম ঘোরাফেরা করছিল।