দিল্লি, ২৯ সেপ্টেম্বর: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) বাসভবনে পৌঁছলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং (Amarinder Singh)৷ বুধবার বিকেলে অমিত শাহর দিল্লির (Delhi) বাসভবনে পৌঁছন কংগ্রেস নেতা৷ যে খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে ফের জোর চর্চা শুরু হয়েছে৷
#WATCH | Former Punjab CM and Congress leader Captain Amarinder Singh reaches the residence of Union Home Minister Amit Shah in New Delhi pic.twitter.com/787frIaou7
— ANI (@ANI) September 29, 2021
সম্প্রতি পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন অমরেন্দ্র সিং৷ এরপরই নভজ্যোত সিং সিধুকে পাঞ্জাব কংগ্রেসের প্রধান হিসেবে নিয়োগ করা হয়৷ সম্প্রতি সিধুও ইস্তফা দেন পাঞ্জাব কংগ্রেসের শীর্ষ পদ থেকে৷ যদিও সিধু জানান, তিনি দলের একজন সাধারণ কর্মী হিসেবে কাজ করতে চান৷
আরও পড়ুন: Maharashtra: বন্যায় ভাসছে লাতুরের বহু গ্রাম, ঝুঁকি নিয়ে উদ্ধার বায়ুসেনার হেলিকপ্টারের
পাঞ্জাব কংগ্রেস প্রধানের পদ থেকে নভজ্যোত সিং সিধুর (Navjot Singh Sidhu) ইস্তফার পর অমরেন্দ্র সিংয়ের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়িতে যাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷