বিপিন রাওয়াত (Photo Credits: Twitter, @rahulsinghx)

নতুন দিল্লি, ১ জানুয়ারি: বছরের প্রথম দিনে প্রতিরক্ষা বাহিনীর প্রধান (Chief of Defence Staff) হিসেবে দায়িত্বভার নিলেন প্রাক্তন সেনা প্রধান বিপিন রাওয়াত (General Bipin Rawat)। দায়িত্ব ভার নিয়ে লাল কার্পেটের উপরে দাঁড়িয়ে নৌসেনা, বায়ুসেনা ও সীমান্ত রক্ষী বাহিনীর তরফে গার্ড অফ অনার নিলেন রাওয়াত। তাঁর কাজ হল, সশস্ত্র বাহিনীর প্রতিটি শাখার মধ্যে সমন্বয় সাধন করা। তিনি বলেন, এই তিন সেনাবাহিনী একটা টিম হিসেবে কাজ করবে। চিফ ওফ ডিফেন্সের কাজই হল সেনার মধ্যে ইকতা বজায় রাখা ও ভাল রিসোর্স ম্যানেজমেন্ট তৈরি করা। চিফ অফ ডিফেন্স স্টাফের বাসভবনের ঠিকানা হল ৩ কামরাজ মার্গ। রাওয়াত যখন চিফ অফ ডিফেন্স স্টাফের দায়িত্বভার নিচ্ছেন তখন তাঁর পাশেই ছিলেন সেনা প্রধান মনোজ মুকুন্দ নারাভানে, বায়ু সেনা মার্শাল রাকেশ কুমার সিং ভাদৌরিয়া ও নৌসেনা প্রধান করমবির সিং

মঙ্গলবারই সেনা প্রধানের পদ থেকে অবসর নিয়েছেন বিপিন রাওয়াত। একই সঙ্গে মনোজ মুকুন্দ নারাভানের হাতে সেনা প্রধানের দায়িত্বভার অর্পণ করেছেন। এতদিন ভারতীয় সেনার সহ প্রধানের দায়িত্বভার সামলেছেন নারাভানে। এদিকে গতকাল অবসর নিয়েই চিফ অফ ডিফেন্স স্টাফ পদে বসার আগে বিপিন রাওয়াত বলেছিলেন, কৌশল সাজিয়ে নিয়েই এবার পরবর্তী পদক্ষেপ করবেন তিনি। দায়িত্ব পাওয়ার পরই তিনি স্ট্র্যাটেজি ঠিক করবেন। জানান। স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের তিনটি বাহিনীকে এক ছাতার তলায় আনার কথা ঘোষণা করেছিলেন। চিফ অফ ডিফেন্স স্টাফ নামে একটি নতুন পদ তৈরির কথা তখনই ঘোষণা করেন তিনি। দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ পদে এলেন বিপিন রাওয়াত। এখন থেকে তিন বাহিনীর প্রধান তাঁকে রিপোর্ট করবেন। দেশের সুরক্ষা নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তিনি। বিপিন রাওয়াতের জায়গায় সেনা প্রধান পদে নিয়োজিত হলেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। আরও পড়ুন-Jammu and Kashmir: বছরের প্রথমদিনেই রক্তাক্ত কাশ্মীর, পাক জঙ্গির গুলিতে শহিদ ২ সেনা জওয়ান

দায়িত্ব নিয়ে রাওয়াত বলেন, “প্রতিরক্ষা বাহিনীর প্রধানের অনেক দায়িত্ব রয়েছে। এতদিন পর্যন্ত আমি সেনা প্রধান হিসেবে নিজের কাজের প্রতি মনোনিবেশ করেছি। এবার আমার নতুন পদ, নতুন দায়িত্ব। ভবিষ্যতের জন্য নতুন পরিকল্পনা তৈরি করতে হবে। ভবিষ্যত্‍ প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার আগে পর্যন্ত আমি প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে নিজের কর্তব্য পালন করে যাব।”