দিল্লি, ৪ এপ্রিল: পঞ্জাবে ঐতিহাসিক জয়ের পর সর্বভারতীয় রাজনীতিতে এখন অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) পালে এখন হাওয়া লেগেছে। যে হাওয়াটা গত বছর বিজেপিকে বাঙলায় হারিয়ে ছিল মমতা ব্যানার্জি (Mamata Banerjee) -র দিকে। দিল্লি (Delhi), পঞ্জাবে (Punjab) ক্ষমতা দখলের পাশাপাশি গোয়া বিধানসভাতেও খাতা খুলেছে আপ (AAP)। এমন সময় হরিয়ানায় কংগ্রেসের প্রাক্তন সাংসদ হাত শিবির ছেড়ে গত বছর তৃণমূলে যোগ দেওয়া অশোক তানওয়ার আবার দলবদল করলেন। হিসারের প্রাক্তন সাংসদ অশোক তানওয়ার মাত্র মাস চারেক তৃণমূল করেই অরবিন্দ কেজরিওয়ালের দলে যোগ দিলেন। তানওয়ারের পাশাপাশি তাঁর বেশ কিছু অনুগামীও আপ-এ যোগ দিচ্ছেন। গোয়া বিধানসভায় খাতা খুলতে না পারায়, সেই হারের তদন্তে তানওয়ারকে মাথায় বসিয়ে ছিলেন দিদি। কিন্তু অনুগামীদের সঙ্গে বৈঠকের পর তিনি সিদ্ধান্ত নেন, হরিয়ানা বর্তমান রাজনীতির কথা চিন্তা করে সেখানকার মনোহর লাল খট্টারের বিজেপি সরকারে পরাস্ত করে আম আদমি পার্টি-ই হবে সেরা বাজি।
সব মিলিয়ে তানওয়ার দল ছাড়ায় হরিয়ানার রাজনীতিতে সবে পা দেওয়া তৃণমূল বড় ধাক্কা খেল। ক মাস আগে পঞ্জাব বিধানসভা নির্বাচনে হরিয়ানা সংলগ্ন অঞ্চলগুলিতে দারুণ ফল করেছিল আপ। ফলে হরিয়ানায় বিজেপি,বিরোধী কংগ্রেস বা অন্য দলের বিক্ষুব্ধরা তৃতীয় শক্তি হিসেবে আপ-কেই অনেকে পছন্দের মনে করছেন।
প্রসঙ্গত, গত বছর ২৩ নভেম্বর দিল্লিতে মমতার উপস্থিতিতে তৃণমূলে যোগ দিয়েছিলেন তানওয়ার। তাঁর সঙ্গে তৃণমূলে যোগ দেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদও। হরিয়ানার প্রাক্তন কংগ্রেস সভাপতি অশোক তানওয়ারকে মুখ করেই সেখানে এগোনোর পরিকল্পনা করেছিলেন মমতা। কিন্তু কেজরির দল ফের ধাক্কা দিল দিদি-কে।
সব মিলিয়ে বাংলার বাইরে তৃণমূলের ভিত গড়ার পরিকল্পনায বাঁধা এল। গোয়া সহ বাইরের রাজ্যে বড় নেতাদের দলে এনে ধরে রাখতে হিমশিম খেতে হচ্ছে তৃণমূলকে। পঞ্জাবে ঐতিহাসিক ফল করে কেজরি বাংলার বাইরে মমতার কাজ আরও কঠিন করে তুলছেন। পঞ্জাবের পর এবার ছত্তিশগড়, গুজরাটে ভাল ফল করতে ঝাঁপাচ্ছে আপ।