গ্রেপ্তার হচ্ছেন হরসিমরত কৌর বাদল ও তাঁর স্বামী (Photo Credits: ANI/Twitter)

চণ্ডীগড়, ২ অক্টোবর: কৃষি বিলের বিরোধিতায় বিক্ষোভ মিছিল চলছে পাঞ্জাবজুড়ে। সেই মিছিলের নেতৃত্ব দিয়ে চণ্ডীগড়ে প্রবেশের চেষ্টা করছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা শিরোমণি অকালি দলের নেত্রী হরসিমরত কৌর (Harsimrat Kaur)। পথে নেমে স্লোগান চড়াতে গ্রেপ্তার হলেন তিনি। এই কৃষি বিলের বিরোধিতাতেই গত মাসের শেষের দিকে এনডিএ জোট ছেড়ে বেরিয়ে আসেন হরসিমরত কৌর বাদল। এবার তাঁকে কেন্দ্রের কৃষি বিলের বিরোধিতায় গ্রেপ্তারও হতে হল। তবে হরসিমরত কৌর বাদল একা নন, এদিন বিক্ষোভের নেতৃত্ব দিয়ে আটক হন তাঁর স্বামী সুখবীর সিং বাদলও। নতুন কৃষি বিলের বিরোধিতায় এদিন সকালে পৃথক তিনটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে শিরোমণি অকালি দল।

অমৃতসর থেকে চণ্ডীগড় পর্যন্ত মিছিলের নেতৃত্বে ছিলেন সুখবীর সিং বাদল। ভাটিন্ডা থেকে মিছিল নিয়ে চণ্ডীগড়ে প্রবেশের চেষ্টা করেন হরিমরত কৌর বাদল। আনন্দপুর সাহিব থেকে দলের তৃতীয় বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন প্রেম সিং চান্দুমাজরা ও দলজিৎ সিং চিমা। বৃহস্পতিবার রাতে চণ্ডীগড়ে গ্রেফতার হয়ে হরসিমরত কৌর বাদল বলেন, 'কৃষকদের জন্যে কথা বলতে গিয়ে গ্রেফতার হলাম। কিন্তু এতেই আমাদের চুপ করিয়ে রাখা যাবে না।' এর আগে অবশ্য মোদি মন্ত্রিসভা থেকে বেরিয়ে গিয়েও নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে টুইটারে হরসিমরত কৌর বাদল লিখেছিলেন, 'সরকারের কৃষক বিরোধী অর্ডিন্যান্স এবং আইনের প্রতিবাদে আমি কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছি। কৃষক এবং তাঁদের ভাইবোনদের পাশে থাকতে পেরে আমি গর্বিত।' আরও পড়ুন-Tapas Roy: এবার কোভিড পজিটিভ রাজ্যের পরিষদীয় মন্ত্রী তাপস রায়, ভর্তি মেডিক্যালে

গ্রেপ্তারির পর হরসিমরত কৌর বাদলের টুইট

উল্লেখ্য, লোকসভা ও রাজ্যসভা দুটি কক্ষেই কৃষি বিলের উপরে বিতর্কে অংশ নিয়ে বিজেপির সিদ্ধান্তের উল্টো পথেই গিয়েছিল শিরোমণি অকালি দল। এই বিলকে কৃষক বিরোধী আখ্যা দেন দলের প্রধান সুখবীর সিং বাদলও। একইসঙ্গে তাঁর অভিযোগ, এই বিল আইনে পরিণত হলে কৃষকদের স্বার্থ লঙ্ঘিত হবে। এরপর থেকে অবশ্য পাঞ্জাবে রীতিমতো বিক্ষোভের আগুন জ্বলছে এই কৃষিবিলকে নিয়ে। 'রেল রোকো', ট্রাক্টর নিয়ে প্রতিবাদ-সমানে কৃষকদের পথে নামা অব্যাহতই আছে।