নয়াদিল্লিঃ ফের কুয়াশার(Fogg) দাপটে দিল্লি। রবি(Sunday) সকাল থেকেই ব্যাহত রেল পরিষেবা। এখনও পর্যন্ত নির্ধারিত সময় থেকে দেরীতে চলছে ২৫ টি ট্রেন। বেলা বাড়লে সংখ্যাটা আরও বাড়ার আশঙ্কা। স্টেশনে স্টেশনে যাত্রী ভোগান্তি। প্রসঙ্গত, ডিসেম্বর থেকেই দিল্লিতে কুয়াশার দাপট। সেই সঙ্গেই নিম্নমুখী তাপমাত্রা। সব মিলিয়ে নাজেহাল অবস্থা দিল্লিবাসীর।
দিল্লিতে অব্যাহত কুয়াশার দাপট, ব্যাহত রেল পরিষেবা
Fog Delays 25 Trains, Disrupts Flight Ops In Delhi, Light Rain Likely Today https://t.co/hbaGJ3dGZl pic.twitter.com/lV9OagXgny
— NDTV (@ndtv) January 12, 2025