নয়াদিল্লি, ১ মে: করোনা-যুদ্ধে ফ্রন্টলাইনে দাঁড়িয়ে লড়াই করছে যারা। তাদের ধন্যবাদ জানাবে দেশের সশস্ত্র বাহিনী। শুক্রবার একথা ঘোষণা করলেন প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত। করোনা চিকিৎসায় যুক্ত হাসপাতালগুলিকে ফ্লাইপাস্টে ধন্যবাদ জানাবে ভারতীয় বায়ুসেনা (IAF)। দু’টো ফ্লাইপাস্টের মধ্যে একটি ফ্লাইপাস্ট শ্রীনগর খেকে ত্রিবান্দ্রমে এবং অপর ফ্লাইপাস্ট অসমের ডিব্রুগড় থেকে গুজরাতে কচ পর্যন্ত কোবিদ হাসপাতালের উপর ফুল ছড়াবে।উদ্দেশ্য একটাই, চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী, পুলিশ ও জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত সকল ব্যক্তিকেই সম্নান জানানো।
The Navy on its part will have its warships deployed in formations in coastal areas in the evening on May 3. Navy warships would also be lit up and their choppers would be used for showering petals on hospitals: Chief of Defence Staff General Bipin Rawat pic.twitter.com/nwQlrpxMR9
— ANI (@ANI) May 1, 2020
দেশকে করোনামুক্ত করছেন যে যোদ্ধারা, তাদের সম্মান জানানো হবে এভাবেই। রাওয়াত বলেন, দেশের প্রতিটি রাজ্যের যেসমস্ত হাসপাতালে করোনা চিকিৎসা হচ্ছে। সেই সমস্ত হাসপাতালের সামনে গিয়ে কুচকাওয়াজ অর্থাৎ মাউন্টেন ব্যান্ড মারফত চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত সকলকে সম্মান জানানো হবে। আগামী ৩ মে এভাবেই সম্মান জানানো হবে সমস্ত করোনা যোদ্ধাদের। আরও পড়ুন: Lockdown: আরও ২ সপ্তাহের জন্য বাড়ল লকডাউন
অন্যদিকে, ভারতীয় নৌবাহিনীও নিতে চলেছে এক অভিনব পদক্ষেপ। চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত সমস্ত স্বাস্থ্যকর্মীদের সম্মান জানাতে আলো জ্বালানো হবে জাহাজে সমুদ্রতীরবর্তী এলাকায়। ৩ মে ভারতীয় বায়ুসেনাদের পাশাপাশি এভাবেই সম্মান জানাবে নৌবাহিনীও। ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজও সামিল হবে এই ধন্যবাদ জ্ঞাপনে। হাসপাতালের উপরে ফুলের বর্ষণ হবে চপার থেকে।