নতুন দিল্লি, ১ মে: আরও ২ সপ্তাহের জন্য বাড়ল লকডাউন। আজ লকডাউন বাড়ানোর কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। করোনাভাইরাস সংক্রমণে পরিস্থিতি খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। দ্বিতীয় দফার লকডাউন ৩ মে পর্যন্ত চলবে। এরপর ৪ মে থেকে আবারও ২ সপ্তাহের জন্য তৃতীয় দফার লকডাউন শুরু হবে। অর্থাৎ ১৭ মে পর্যন্ত চলবে লকডাউন।
লকডাউন বাড়লেও অরেঞ্জ জোন ও গ্রিন জোনে শর্তসাপেক্ষে কয়েকটি ছাড় থাকছে। রেড জোন, কনটেইমেন্ট জোনের বাইরে চালানো যাবে না রিকশা ও অটোরিকশা, ট্যাক্সি, ক্যাব, বাস। খোলা যাবে না সেলুন, স্পা। চলবে না বাস। অরেঞ্জ জোনে ব্যক্তি ও যানবাহন চলাচল করতে পরে। তবে তার জন্য অনুমোদন নিতে হবে। চার চাকার গাড়িতে চালকের পাশাপাশি সর্বাধিক ২ জন যাত্রী থাকবেন এবংবাইকে একজনই থকবে। আরও পড়ুন: Indian Rail To Run Special Trains For Migrants: স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশের পর ৬টি রুটে ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের
Ministry of Home Affairs issues order under the Disaster Management Act, 2005 to further extend the Lockdown for a further period of two weeks beyond May 4: MHA pic.twitter.com/Cw4bkdMTFU
— ANI (@ANI) May 1, 2020
এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, বিমান, রেল, মেট্রো এবং আন্তঃরাজ্য সড়কে যান চলাতল বন্ধ থাকবে। সারা ভারত স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।