লকডাউনের ফলে নিস্তব্ধতা (Representational Image.(Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১ মে: আরও ২ সপ্তাহের জন্য বাড়ল লকডাউন। আজ লকডাউন বাড়ানোর কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। করোনাভাইরাস সংক্রমণে পরিস্থিতি খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। দ্বিতীয় দফার লকডাউন ৩ মে পর্যন্ত চলবে। এরপর ৪ মে থেকে আবারও ২ সপ্তাহের জন্য তৃতীয় দফার লকডাউন শুরু হবে। অর্থাৎ ১৭ মে পর্যন্ত চলবে লকডাউন।

লকডাউন বাড়লেও অরেঞ্জ জোন ও গ্রিন জোনে শর্তসাপেক্ষে কয়েকটি ছাড় থাকছে। রেড জোন, কনটেইমেন্ট জোনের বাইরে চালানো যাবে না রিকশা ও অটোরিকশা, ট্যাক্সি, ক্যাব, বাস। খোলা যাবে না সেলুন, স্পা। চলবে না বাস। অরেঞ্জ জোনে ব্যক্তি ও যানবাহন চলাচল করতে পরে। তবে তার জন্য অনুমোদন নিতে হবে। চার চাকার গাড়িতে চালকের পাশাপাশি সর্বাধিক ২ জন যাত্রী থাকবেন এবংবাইকে একজনই থকবে। আরও পড়ুন: Indian Rail To Run Special Trains For Migrants: স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশের পর ৬টি রুটে ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের

এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, বিমান, রেল, মেট্রো এবং আন্তঃরাজ্য সড়কে যান চলাতল বন্ধ থাকবে। সারা ভারত স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।