Manali Toll Plaza Swept Away (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ২৭ অগাস্ট: হিমাচল প্রদেশের (Himachal Pradesh Flood) পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। হিমাচল প্রদেশের একাধিক জায়গার পাশাপাশি মানালির (Manali Flood) পরিস্থিতিও খারাপ হতে শুরু করেছে। মানালিতে এবার বিপাশা নদীর (Beas River) গর্ভে চলে গেল রাস্তা। ভেসে গেল টোল প্লাজ়া। মেঘভাঙা বৃষ্টির জেরে হিমাচল প্রদেশের পরিস্থিতি খারাপ হতে শুরু করেছে। মানালির শহর থেকে গ্রাম, একাধিক জায়গা নদী গর্ভে তলিয়ে যেতে শুরু করেছে। মানালির রাস্তায় যে টোল প্লাজ়া রয়েছে, তা যখন নদীর রূপ নেয়, সেই দৃশ্য যেন সাধারণ মানুষকে চমকে দিতে শুরু করে।

দেখুন মানালির রাস্তার টোল প্লাজ়া তলিয়ে গেল বিপাশা নদীর জলে...

 

সোমবার বিকেল থেকে হিমাচল প্রদেশে পরপর ১২টি হঠাৎ বন্যার খবর মেলে। সেই সঙ্গে ভূমিধস এবং মেঘভাঙা বৃষ্টির খবরও মেলে। হিমাচল প্রদেশে এখনও পর্যন্ত বড়বড় ২টি ভূমিধস এবং একটি মেঘভাঙা বৃষ্টির খবর মেলে। যার জেরে প্রায় ধংসলীলা শুরু হয়ে যায় হিমাচল প্রদেশের বহু জায়গায়।

আরও পড়ুন: Punjab Flood Video: ভারতীয় সেনার হেলিকপ্টার ২২ জন সিআরপিএফ জওয়ানকে চপারে তোলার কয়েক মুহূর্তের মধ্যেই তলিয়ে গেল সব, দেখুন শিউরে ওঠা বন্যার ভিডিয়ো

লাহুল, স্পীতি, কুলু, কাংরা, চম্বার পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। একের পর এক বন্যা, ভূমিধস এবং মেঘভাঙা বৃষ্টির জেরে হিমাচল প্রদেশের বিভিন্ন জেলার অবস্থা খারাপ হচ্ছে বলে খবর মিলছে।