মুম্বই, ১২ সেপ্টেম্বর: এবার খুলে পড়ল বিমানের চাকা। মুম্বই বিমানবন্দরে নামার সময় হঠাৎ করে খুলে পড়ে স্পাইসজেট বিমানের (Flight Emergency) চাকা। গুজরাটের কচ্ছের কান্ডলা থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দেয় বিমানটি। রানওয়ে থেকে ওড়ার পর মুম্বই বিমানবন্দরের কাছাকাছি হাজির হয়ে হঠাৎ করেই বিমানের চাকা খুলে পড়ে গেলে, তা থেকে বিপত্তি দেখা দেয়।
রিপোর্টে প্রকাশ, স্পাইসজেটের ওই বিমানটি ৭৫ জন যাত্রী নিয়ে কান্ডলা থেকে মুম্বইতে আসার কথা ছিল। তবে আগেই সেটির বাইরের একটি চাকা খুলে পড়ে। বাইরের চাকা খুলে পড়লে, সঙ্গে সঙ্গে জরুরি ভিত্তিতে স্পাইসজেটের ওই বিমানটিকে অবতরণ করানো হয়। বিমানের চাকা খুলে পড়ায় অত্যন্ত সাবধানে সেটিকে মুম্বই বিমানবন্দরে অবতরণ করানো হয়।
সেই সঙ্গে মুম্বই বিমানবন্দরে জারি করা হয় কড়া সতর্কতা। তবে বিমানটি সুস্থভাবেই মুম্বইতে অবতরণ করে। সেই সঙ্গে স্পাইসজেটের ওই বিমানের ৭৫ জন যাত্রীই নিরাপদে আছেন বলে জানা যায়।