আগ্রা, ২২ ডিসেম্বর: সাতসকালে মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু হল পাঁচ জনের। যাত্রীবাহী গাড়ির সঙ্গে এদিন কাকভোরে কন্টেনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রায় সঙ্গে সঙ্গে গাড়িটিতে আগুন ধরে গেলে ভিতরে থাকা পাঁচ যাত্রীর জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু ঘটেছে। উত্তরপ্রদেশের খানদাউলি এলাকা লাগোয়া আগ্রা লখনউ রাজ্যসড়কে (Agra-Lucknow expressway) মঙ্গলবার ভোরের আলো ফুটতে না ফুটতেই এই দুর্ঘটনাটি ঘটে। বেগতিক দেখে ঘটনাস্থল থেকে উধাও ট্রাক চালক। এদিকে দুর্ঘটনার খবর পেয়েই যুদ্ধকালীন তৎপরতায় ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ইতিমধ্যেই মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা শুরু হয়েছে। ট্রাক চালক পলাতক। তবে মৃতদের পরিচয় এখনও জানা না গেলেও দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি যাঁর নামে রয়েছে তিনি লখনউয়ের বাসিন্দা। আরও পড়ুন-India Suspends All Flights from UK: করোনার মিউট্যান্ট স্ট্রেনের আতঙ্ক, ভারতে বাতিল ইংল্যান্ড যাতায়াতের সমস্ত বিমান
Agra: Five people travelling in a car were burnt alive when the vehicle caught fire after hitting a truck on Agra-Lucknow expressway in Khandauli early morning today. "We are trying to reach out to next of the kin of the victims. Truck driver is missing," says DM Prabhu N Singh. pic.twitter.com/0RMOVj6NaG
— ANI UP (@ANINewsUP) December 22, 2020
যাত্রীবাহী গাড়ি ও ট্রাকের সঙ্গে এদিনের মুখোমুখি সংঘর্ষের অভিঘাত বেশিই ছিল। যারফলে গাড়িটিতে আগুন ধরতে বেশি সময় নেয়নি। সেকারণেই নিজেদের বাঁচানোর অবকাশও পাননি যাত্রীরা। জানা গিয়েছে কন্টেনার ট্রাকটি নাগাল্যান্ডের। সে ভুল রাস্তায় আসছিল। তাতেই যাত্রীবাহী গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়।