Geetika Srivastava (Photo Credit: Twitter)

দিল্লি, ২৯ অগাস্ট: পাকিস্তানে থাকা ভারতীয় দূতাবাসের মাথায় বসছেন গীতিকা শ্রীবাস্তব। এই প্রথম কোনও মহিলা পাকিস্তানে থাকা ভারতীয় দূতাবাসের প্রধান হচ্ছেন। ইসলামাবাদে যে ভারতীয় দূতাবাস রয়েছে, স্বাধীনতার পর এই প্রথম সেখানকার ক্ষমতা নিচ্ছেন গীতিকা শ্রীবাস্তব নামের এই মহিলা। ২০১৯ সাল থেকে ভারত, পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রায় তলানিতে পৌঁছে যেতে শুরু করে। ফলে ২০১৯ সাল ইসলামাবাদে থাকা ভারতীয় দূতাবাসে কোনও রাষ্ট্রদূত নেই। এবার সেখানে সিডিএ পদে অভিষিক্ত হয়ে ইসলামাবাদে পৌঁছচ্ছেন গীতিকা শ্রীবাস্তব।

২০১৯ সালের আগে অজয় বিসরিয়া ছিলেন ইসলামাবাদে থাকা শেষ ভারতীয় রাষ্ট্রদূত। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক বিগড়ে যাওয়ার পর থেকে রাষ্ট্রদূতের পরিবর্তে প্রধান কূটনৈতিক আধিকারিক সেখানে প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেয় দিল্লি। সেই অনুযায়ী এম সুরেশ কুমার ছিলেন এতদিন ইসলামাবাদে থাকা ভারতীয় দূতাবাসের সিডিএ। এবার তাঁর জায়গায় যাচ্ছেন গীতিকা শ্রীবাস্তব।