
বলিউড অভিনেতা সলমন খানের (Salman Khan) মুম্বইয়ের বাসভবনের বাইরে গুলির শব্দ শোনা গেছে। আজ ভোর ৫টা নাগাদ বান্দ্রায় সলমনের বাড়ির বাইরে মোটরসাইকেলে করে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি শূন্যে কয়েক রাউন্ড গুলি চালায় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মুম্বই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং কে গুলি চালিয়েছে তাকে খুঁজে বের করার চেষ্টা করছে। গত বছর ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ((NIA) জানায়, কারাগারে বন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের (Lawrence Bishnoi) পরিকল্পনার ১০টি প্রধান টার্গেটের তালিকায় শীর্ষে রয়েছেন সলমন খান। বিষ্ণোই তখন জানান, তাঁর অনুচর সম্পত নেহরা (Sampat Nehra) সলমন খানের বান্দ্রার বাড়িতে নজরদারি চালান। তবে হরিয়ানা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে ধরা পড়ে নেহরা। গত বছরের ১১ এপ্রিল আরেকটি হুমকি কলের পর মুম্বই পুলিশ সলমন খানের সুরক্ষা ওয়াই+ ( Y+) এ উন্নীত করে। Swiggy Delivery Boy: শাস্তি নয়, বরং জুতো উপহার দিন, সুইগি ডেলিভারি বয়ের পাশে দাঁড়ালেন সোনু সুদ
Today at around 5 am, two unidentified people opened fire outside the house of actor Salman Khan in Bandra. Police have received information about 3 rounds of firing. Mumbai Police's Crime Branch has reached the spot for investigation: Mumbai Police
(file pic) pic.twitter.com/9eY8qGTtGa
— ANI (@ANI) April 14, 2024
এছাড়া সেবার সলমন খানকে হুমকি ই-মেল পাঠানোর অভিযোগে ব্রিটেনে এক ভারতীয় ছাত্রের বিরুদ্ধে লুকআউট সার্কুলার (এলওসি) জারি করা হয়। আজ সকালের ঘটনার শেষ প্রাপ্ত খবর অনুযায়ী ভোরে মুম্বইয়ের বান্দ্রা এলাকায় বলিউড অভিনেতার বাড়ির সামনে তিন রাউন্ড গুলি চালায় অজ্ঞাতপরিচয় দুই বাইক আরোহী। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ভোর ৪টা ৫১ মিনিটের দিকে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে দুই ব্যক্তি তিন রাউন্ড গুলি চালালে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে।
#WATCH | Mumbai, Maharashtra: Visuals from outside actor Salman Khan's residence in Bandra where two unidentified men opened fire this morning.
Police and forensic team present on the spot. pic.twitter.com/5vMmoXbI22
— ANI (@ANI) April 14, 2024