লুধিয়ানা: বৃহস্পতিবার একটি হোসিয়ারি কারখানায় (hosiery factory) আগুন (fire) লাগার জেরে প্রবল আতঙ্ক ছড়াল পাঞ্জাবের (Punjab) লুধিয়ানায়(Ludhiana)। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলের (fire brigade) কর্মীরা। এই ঘটনার ফলে কোনও হতাহতের (casualties) খবর পাওয়া যায়নি।
দেখুন ভয়াবহ ভিডিয়ো:
#WATCH | Punjab | A fire broke out in a hosiery factory in Ludhiana. However, as soon as the information was received, fire brigade vehicles reached the spot and controlled it. No casualties were reported. pic.twitter.com/NEPmLNCVUa
— ANI (@ANI) May 11, 2023
এপ্রসঙ্গে স্থানীয় দমকল আধিকারিক (Fire Officer) রাজেন্দ্র কুমার বলেন, "আজ সকাল ১০টা ১২ মিনিট নাগাদ আচমকা ওই হোসিয়ারি কারখানায় আগুন লেগে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিনকে পাঠানো হয়। তারা ঘটনাস্থলে গিয়ে ৩০-৪৫ চেষ্টার পর আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে (control) নিয়ে আসে। এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ওই কারখানায় থাকা সবাইকে নিরাপদে বাইরে বের করে নিয়ে আসা সম্ভব হয়েছে। কীভাবে ওই হোসিয়ারি কারখানায় আগুন লাগল তার কারণ জানার চেষ্টা চলছে।" আরও পড়ুন: The Kerala Story: বিতর্কের মাঝে তেলাঙ্গানায় হিন্দু একতা যাত্রায় অংশ নেবে টিম 'দ্য কেরালা স্টোরি'
The fire broke out in a hosiery factory around 10:12 am. Two fire tenders were immediately rushed to the spot. The fire was brought under control within 30-45 minutes. It is under control now. There was no casualty. Everyone was brought out. The cause of the fire is yet to be… pic.twitter.com/AfmZPRCBEt
— ANI (@ANI) May 11, 2023