Photo Credits: ANI

ভালসাড: শনিবার ত্রিরুচিরাপল্লী-শ্রী গঙ্গানগর হামসফর এক্সপ্রেসে (Tiruchirappalli-Shri Ganganagar Humsafar Express) আচমকা আগুন (Fire) লাগার ঘটনায় আতঙ্ক ছড়াল। দুর্ঘটনাটি ঘটেছে গুজরাটের (Gujarat) ভালসাড (Valsad) এলাকায়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন লাগার ফলে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আরও পড়ুন: Amit Shah In Bandra: বান্দ্রার গণেশ মণ্ডপে একনাথ শিন্ডে ও দেবেন্দ্র ফড়েনবিশের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দেখুন ভিডিয়ো

দেখুন ভিডিয়ো:

রেলওয়ে সূত্রে জানা গেছে, শনিবার সকালে ২২৪৯৮ নম্বর ত্রিরুচিরাপল্লী জংশন থেকে শ্রী গঙ্গানগর জংশনে যাচ্ছিল। ট্রেনটি গুজরাটের ভালসাড স্টেশনের উপর দিয়ে যাওয়ার সময় পাওয়ার কার/ ব্রেকভ্যানে আগুন ও ধোঁয়া দেখতে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী কামরাগুলি থেকে সমস্ত যাত্রীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। এই দুর্ঘটনার ফলে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।