জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচন (ছবিঃANI)

নয়াদিল্লিঃ আজ, ১ অক্টোবর জম্মু কাশ্মীরে তৃতীয় তথা শেষ দফা বিধানসভা নির্বাচন(Jammu Kashmir Assembly Election 2024)। সকাল ৭ টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ৭ টা পর্যন্ত। নির্বাচন কমিশনের(Election Commission) দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, তৃতীয় দফায় ভোটারের সংখ্যা ৩৯ লক্ষের বেশি। শেষ দফায় মোট প্রার্থীর সংখ্যা ৪০৫। জম্মু ডিভিশনের ২৪ এবং কাশ্মীর ডিভিশনের ১৬টি আসনে ভোটগ্রহণ হচ্ছে আজ। জম্মু ডিভিশনের মধ্যে জম্মু জেলায় ১১টি, কাঠুয়া ছ’টি, উধমপুরের চারটি এবং সাম্বা জেলার তিনটি আসনে ভোটগ্রহণ চলছে। অন্যদিকে কাশ্মীর ডিভিশনের বারামুলা জেলার সাতটি, বান্দিপোরা জেলার তিনটি এবং কুপওয়ারার ছ’টি আসনে শুরু হয়েছে ভোটগ্রহণ পক্রিয়া। সকাল থেকেই বুথমুখী হয়েছে জম্মু কাশ্মীরের মানুষ। লাইনে দাঁড়িয়ে নিয়ম মেনে ভোট দিচ্ছেন তাঁরা। ভোটের কারণে স্বাভাবিকভাবেই ভোটের কারণে নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা উপত্যকা। প্রসঙ্গত, ১০ বছর পর জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন। মোট তিন দফায় নির্বাচন হচ্ছে। প্রথম দফা ছিল ১৮ সেপ্টেম্বর। সে বার ৯০ টি আসনের ২৪ টিতে ভোটগ্রহণ হয়েছে। দ্বিতীয় দফা অনুষ্ঠিত হয় ২৫ সেপ্টেম্বর। এদিন মোট ২৬ টিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়। আজ শেষ দফার পর ফল ঘোষণা ৮ অক্টোবর।

জম্মু কাশ্মীরে শুরু শেষ দফার বিধানসভা নির্বাচন