র‌্যাপিড টেস্ট কিট (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২৪ এপ্রিল: সমস্ত ত্রুটিযুক্ত র‌্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিট (Rapid antibody kits) ফেরত পাঠানো হবে বলে জানাল কেন্দ্রীয় সরকার। এএনআই-র একটি টুইট অনুসারে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন (Harsh Vardhan) বলেছেন যে ভারত এই কিটগুলির জন্য একটি পয়সাও দেয়নি এবং এগুলি যে দেশ থেকে আনা হয়েছে সেই দেশের ফের পাঠানো হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, "চিন সহ যে দেশ থেকে কিট কেনা হয়েছিল তা ফিরিয়ে দেওয়া হবে। আমরা এখনও একটি পয়সাও পেমেন্ট করিনি।"

আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন রাজ্যের স্বাস্থ্য মন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন। বৈঠকে বর্ধন আরও বলেন যে রাজ্য সরকারকে করোনা মোকাবিলায় সাহায্য করতেই দল পাঠানো হয়েছ। তিনি বলেন, "যেখানে যেখানে প্রয়োজন আছে, আমরা আপনাদের সমর্থন করার জন্য আমাদের উর্ধ্বতন কর্তাদেরও পাঠিয়েছি। নজরদারি চালাত পাঠানো হয়নি। তাদের থেকে রিপোর্ট নিয়েই আমরা আপনাদের আরও কীভাবে সাহায্য করতে পারি তা নিয়ে ভাবি।" আরও পড়ুন: Plasma Therapy: দিল্লিতে সফল করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপি ট্রায়াল, আজই জরুরি ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

২১ এপ্রিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) র‌্যাপিড অ্যান্টিবডি টেস্ট নিয়ে সব রাজ্যকেই সতর্ক করে। আগামী দু’দিন ওই টেস্ট বন্ধ রাখতেও বলে ওই সংস্থা। অবশ্য নির্দেশিকা জারির আগেই পরীক্ষা বন্ধ রাখে রাজস্থান।