অনন্তকুমার হেগড়ে (Photo Credits: Facebook)

নতুন দিল্লি, ৩ ফেব্রুয়ারি: মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) স্বাধীনতা সংগ্রাম (Freedom Movement) আসলে 'সাজানো নাটক (Planned Drama)!' এমন মন্তব্য করে ফের বিতর্কে জড়ালেন বিজেপি সাংসদ অনন্তকুমার হেগড়ে (Anantkumar Kumar Hegde)। ইতিহাসে বর্ণিত গান্ধীজির (Gandhiji) কার্যকলাপ পড়ে তাঁর রক্ত রাগে ফুটতে থাকে বলেও জানিয়েছেন তিনি। আর বিজেপি নেতার এমন মন্তব্যেই ঘনীভূত হয়েছে বিতর্কের ঘূর্ণিঝড়।

এর আগেও একাধিকবার বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে আসেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনন্তকুমার হেগড়ে। গত সপ্তাহের শনিবার বেঙ্গালুরুর (Bengaluru) একটি জনসভায় হেগড়ে বলেন, 'এই ধরনের নেতারা কোনওদিন পুলিশের মার খাননি। কারণ এদের স্বাধীনতা সংগ্রাম একটা বড় নাটক ছাড়া আর কিছু ছিল না। ব্রিটিশদের সম্মতিতেই এরা স্বাধীনতার লড়াই লড়তেন। এটা সত্যিকারের সংগ্রাম ছিল না। এটা ছিল স্বাধীনতা সংগ্রামের নামে সমঝোতা।' হেগড়ে আরও বলেন, 'গান্ধীজির অনশন (Hunger Strike) আর সত্যাগর সবই নাটক ছিল। কংগ্রেসের সমর্থকরা বলেন যে গান্ধীজির সত্যাগ্রহের জন্য ভারত (India) স্বাধীন হয়েছে। কিন্তু সেটা সত্যি নয়। এই ধরনের লোকেরাই আমাদের দেশে মহাত্মা নামে পরিচিত।' আরও পড়ুন: Sonia Gandhi: দিল্লির নির্বাচনের আগেই অসুস্থ সোনিয়া গান্ধী, ভর্তি হলেন হাসপাতালে

সাংসদ অনন্তকুমার হেগড়ে বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত। দক্ষিণের রাজ্য কর্নাটকে (Karnataka) উত্তর কন্নড় লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হিসেবে ক্ষমতায় এসেছিলেন তিনি। পর পর ছ'বার ওই কেন্দ্র থেকেই সাংসদ হয়েছেন তিনি। মোদি সরকার প্রথমবার ক্ষমতায় এলে সেবার তিনি মন্ত্রী ছিলেন। কিন্তু দ্বিতীয় বার সরকার ক্ষমতায় এলে তাঁকে মন্ত্রিত্ব থেকে বাদ দেওয়া হয়। ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের (General Elections 2019) প্রচারে তিনি রাহুল গান্ধীকে (Rahul Gandhi) 'হাইব্রিড টাইপ' বলে মন্তব্য করেছিলেন।