Indian Fan (Representational Image) (Photo Credit: Shreyas Iyer/ X)

কানপুর: গত ১৯ নভেম্বর ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে না দেওয়ায় নিজের ২৪ বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুন করলেন কানপুরের ৫০ বছরের এক ব্যক্তি। চাকেরি (Chakeri) থানার অফিসার ইনচার্জ জিতেন্দ্র সিংহ জানিয়েছেন, টিভিতে ফাইনাল ম্যাচ দেখতে না দেওয়ায় ছেলে দীপকের ওপর এতটাই রেগে গিয়েছিলেন গণেশ নিষাদ (Ganesh Nishad) যে তাদের বাড়ির বসার ঘরেই তাকে ফোনের তার দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করেন দীপককে। পেশায় কাঠের মিস্ত্রি দীপক কানপুরের চকেরির আহিরওয়া এলাকার সঞ্জীব নগর এলাকায় মা-বাবার সঙ্গে থাকতেন। পুলিশ জানিয়েছে, দীপকের মদের নেশা ছিল, যার জেরে স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছিল। Clash in Argentina vs Brazil Match: দেখুন, সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, দলকে নিয়ে মাঠ ছাড়লেন লিওনেল মেসি

এদিকে, গণেশও মাদকাসক্ত এবং দু'জনের মধ্যে প্রায়ই বিবাদ হত বলে জানিয়েছে পুলিশ। জেরায় গণেশ পুলিশকে জানিয়েছে, রবিবার টিভিতে খেলা দেখার সময় মদ্যপ অবস্থায় বাড়িতে এসেছিল দীপক। এরপর দীপক কোনও সতর্কবার্তা না দিয়ে টিভি বন্ধ করে বাবাকে তার জন্য খাবার তৈরি করতে বলেন। সেই সময় অভিযুক্তের স্ত্রী বাড়ি থেকে বের হয়ে যান। গুরুত্বপূর্ণ ম্যাচ দেখতে না দেওয়ায় ক্ষুব্ধ গণেশ ছেলেকে বকেন এবং শীঘ্রই দু'জনের মধ্যে হাতাহাতি শুরু হয়। পুলিশ জানিয়েছে, প্রচণ্ড মাথা গরমে দীপককে মাটিতে ফেলে ফোনের তার দিয়ে শ্বাসরোধ করে খুন করে সে। মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।