
নয়াদিল্লিঃ স্ত্রীর (Wife) সঙ্গে বিবাদের জের। চার সন্তানকে ট্রেনের (Train) সামনে ফেলে খুন বাবার। হাড় হিম করা ঘটনাটি ঘটেছে ফরিদাবাদে (Faridabad)। অভিযুক্ত ব্যক্তির নাম মনোজ মাহাতো। বিহারের বাসিন্দা। তার স্ত্রীর নাম পিয়া মাহাতো। পিয়ার সঙ্গে প্রায়শই বচসায় জড়াত মনোজ। চার সন্তানকে নিয়ে বিহারের বাড়িতেই থাকত তারা। মঙ্গলবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল অশান্তি বাঁধলে চার ছেলেমেয়েকে নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যায় মনোজ। সন্তানদের পার্কে খেলতে নিয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের করা হয়। এরপর তাদের চিপস, কোল্ড ড্রিঙ্ক ইত্যাদি কিনে দিয়ে একটি ব্রিজের তলায় ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখে বাবা মনোজ। এরপর সময় বুঝে ট্রেন আসতে দেখে চার সন্তানকে রেললাইনে বসিয়ে দেন। চলন্ত ট্রেনের চাকার তলায় পিষে মৃত্যু হয় চার সন্তানের। তাদের বয়স তিন থেকে দশ বছরের মধ্যে।
চার সন্তানকে চলন্ত ট্রেনের সামনে ফেলে খুন বাবার
প্রত্যক্ষদর্শীদের দাবি,যতক্ষণ না ট্রেন সামনাসামনি এসে পৌঁছয় ততক্ষণ রেললাইনের মধ্যে সন্তানদের জোর করে চেপে ধরে রাখে ওই যুবক। এরপর পুলিশ এসে মৃতদেহগুলি রেললাইন থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। গ্রেফতার করা হয় মনোজকে। তার শার্টের পকেট থেকে একটি চিরকুট মেলে। যাতে স্ত্রী প্রিয়ার ফোন নম্বর লেখা ছিল। মনে করা হচ্ছে পরিকল্পনা করেই এই ঘটনা ঘটিয়েছে সে। খবর দেওয়া হয় স্ত্রী প্রিয়াকে। ঘটনাস্থলে এসে সন্তানদের এই পরিণতি দেখে জ্ঞান হারান তিনি।
স্ত্রীর সঙ্গে অশান্তি, চার সন্তানকে চলন্ত ট্রেনের সামনে ফেলে দিল বাবা
Man Holds 4 Screaming Sons Tightly On Tracks Until Train Kills Them Allhttps://t.co/wbNvZV1CsK pic.twitter.com/UNrHRpLCGL
— NDTV (@ndtv) June 11, 2025