বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ দুর্ঘটনার ঘটল মহারাষ্ট্রের পুনেতে (Pune)। একটি বেলাগাম কন্টেনার ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষের জেরে হাইওয়েতে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে। আর সেই আগুনে পুড়েই মৃত্যু হয় ৬ জনের। এদিন ঘটনাটি ঘটেছে পুনে-বেঙ্গালুরু হাইওয়েতে নাভালে সেতুর কাছে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল বাহিনী। ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় হাইওয়ের ওপরে। যদিও দমকলের চেষ্টায় ঘন্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের, আহত অনেকে। তাঁদের তড়িঘড়ি পাঠানো হয়েছে হাসপাতালে।

দুর্ঘটনার কবলে পড়ে ৬টি গাড়ি

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নাভালে সেতুর কাছে আচমকাই একটি কন্টেনার ট্রাকটি বেসামাল হয়ে পড়ে। তারপর একটি গাড়িতে ধাক্কা মারে। সেই গাড়িটি আরেকটি ট্রাকে ধাক্কা মারে। এভাবে একের পর এক গাড়ি ও ট্রাকের সংঘর্ষ হয়। আর সেখান থেকেই লাগে আগুন। এই দুর্ঘটনার জেরে কমপক্ষে ৪টি গাড়ি ও ২টি ট্রাক ক্ষতিগ্রস্থ হয়েছে। আগুন নেভার পর ট্রাকের ধাক্কা পিষে যাওয়া গাড়ি থেকে ৩ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এবং বাকি গাড়ি মিলিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। আহতদের সংখ্যা এখনও পুলিশ নিশ্চিত করে বলতে পারেনি।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ঘাতক ট্রাকটি ব্রেক ফেল হওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটিয়েছে। কারণে দুর্ঘটনাস্থলের কিছুটা দূরেই গাড়ির চাকার চিহ্ন স্পষ্ট রয়েছে। তবে দুর্ঘটনার আসল কারণ কী, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে হাইওয়েতে বর্তমানে যান চলা্চল নিয়ন্ত্রণে রয়েছে।