শ্রীনগর, ১৬ অগাস্ট: দীর্ঘ ১০ বছর পর জম্মু-কাশ্মীরে হতে চলেছে বিধানসভা নির্বাচন (Jammu and Kashmir Elections 2024)। ১৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর-তিন দফায় ভূ স্বর্গে হবে নির্বাচন। আর এই নির্বাচনের আগে কমিশনকে নিরপেক্ষ হতে আবেদন করলেন রাজ্যের বড় দল ন্যাশানল কনফারেন্স প্রেসিডেন্ট ফারুক আবদুল্লা (Farooq Abdullah)। সেই সঙ্গে ৮৬ বছরের ফারুক আবদুল্লা জানালেন, তিনি এবার ভোটে লড়বেন। তাঁর ছেলে ওমর আবদুল্লা এবার ভোটে দাঁড়ালেন না। যখন জম্মু-কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হবে, তখন তিনি পদত্যাগ করবেন আর তার বদলে ভোটে লড়বেন ওমর আবদুল্লা। প্রসঙ্গত, ২০১৯ সালে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পর জম্ম-ুকাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা কেড়ে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। রাজ্যে শান্তিরক্ষার জন্য বেশীরভাগ রাজনীতিবিদদের গৃহবন্দিও করে রাখা হয়েছিল।
ভূ স্বর্গের ৯০টি বিধানসভা আসনে নির্বাচন হবে। এমনিতে ভূ স্বর্গের রাজনীতির সাম্প্রতিক ট্রেন্ড হল জম্মু-তে আধিপত্য দেখায় বিজেপি। আর কাশ্মীরে দাপট দেখা যায় এনসি ও পিডিপি-র মত আঞ্চলিক দলগুলির। তবে লোকসভা নির্বাচনে জম্মু-তে দুটি লোকসভাতে জিতলেও ভূ স্বর্গে সামগ্রিকভাবে খারাপ ফল হয় বিজেপির। আবার কোনও আসন না জিতলেও রাজ্যের সব দলগুলির মধ্যে কংগ্রেসের ভোট প্রাপ্তির হার বেশী ছিল। তবে এবারের ভোটে কে এগিয়ে তা কিছুতেই বোঝা যাচ্ছে না। আরও পড়ুন-জম্মু কাশ্মীরে তিন দফায় ভোট শুরু ১৮ সেপ্টেম্বর, হরিয়ানায় এক দফায় পয়লা অক্টোবর, গণনা ৪ অক্টোবর
দেখুন খবরটি
#WATCH | National Conference leader Farooq Abdullah says, "...I appeal to ECI to give level playing fields...Especially the officers who were changed. The ECI should look into this matter and on what basis were they transferred..." pic.twitter.com/1stRSuLQXc
— ANI (@ANI) August 16, 2024
ক মাস আগে হওয়া লোকসভা নির্বাচনে জম্মু-কাশ্মীরের ৬টি লোকসভা আসনের মধ্যে ২টি-তে জেতে বিজেপি, ২টি-তে এনসি ও বাকি দুটিতে নির্দল প্রার্থী।