যত সময় গড়াচ্ছে,তত বাড়ছে কৃষক বিক্ষোভের (Framers Protest) আঁচ। মঙ্গলবারের পর বুধবারও পাঞ্জাব-হরিয়ানার শম্ভু সীমান্ত উত্তপ্ত হয়ে ওঠে কৃষক বিক্ষোভের জেরে। আজও শম্ভু সীমান্তে কৃষকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস এবং জল কামান ছুঁড়তে শুরু করে পুলিশ। এসবের মধ্যে এবার বড় খবর প্রকাশ্যে। কৃষক নেতা জগজিৎ সিং দাল্লেওয়াল বলেন, সরকারের সঙ্গে তাঁরা আলোচনায় প্রস্তুত। তবে কৃষকদের সঙ্গে আলোচনায় বসতে গেলে হয়, শম্ভু সীমান্ত না হলে চণ্ডিগড়ে বসতে হবে। সরকারের সঙ্গে তাঁরা বৈঠকে বসতে শম্ভু সীমান্ত না হলে চণ্ডিগড়কেই বেছে নিয়েছেন বলে জানান জগজিৎ সিং দাল্লেওয়াল।
আরও পড়ুন: Farmers Protest: ফের উত্তপ্ত শম্ভু সীমান্ত, কৃষকদের দিকে কাঁদানে গ্যাস ফাটাচ্ছে পুলিশ, দেখুন
দেখুন ট্যুইট...
Farmers ready for discussion, talks can take place near the border or in Chandigarh: Farmer leader Jagjit Singh Dallewal
Edited video is available on PTI Videos (https://t.co/L2D7HH309u) #PTINewsAlerts #PTIVideos @PTI_News pic.twitter.com/jmyPJN1UXR
— PTI News Alerts (@PTI_NewsAlerts) February 14, 2024