জয়পুর, ২ মার্চ: হাউজিং প্রজেক্টের জন্য চাষের জমি নিয়ে নিচ্ছে জয়পুর ডেভেলপমেন্ট অথরিটি। কোনওভাবেই নিজেদের জমিকে ধরে রাতে পারছেন না চাষিরা। উপায়ান্তর না দেখে সোমবার এক অভিনব প্রতিবাদের শুরুয়াত করলেন রাজস্থানের জয়পুরের নিন্দার গ্রামের ২১ জন চাষি। নিজেদের জমিতেই বুক পর্যন্ত ডুবে যায় এমন গর্ত খুঁড়ে তারমধ্যে ঢুকে গেলেন চাষিরা। এক বুক মাটিতে পুঁতে শুরু হল তাঁদের জমিন সমাধি সত্যাগ্রহ ( zameen samadhi satyagraha)। এই ২১ জনের মধ্যে পাঁচ আন্দোলনকারী মহিলাও রয়েছেন। আন্দোলনকারী চাষিদের দাবি, তাঁদের জমি যদি অধিগ্রহণ করতেই হয় তাহলে জমি অধিগ্রহণ আইন মেনে করতে হবে। এবং নিয়ম মেনে ক্ষতিপূরণও দিতে হবে।
তবে এই প্রথম নয় গত জানুয়ারিতেও একইভাবে জমিন সমাধি সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন এই চাষিরা। তবে সরকারের প্রতিশ্রুতি পেয়ে চার দিনের মধ্যে তাঁরা আন্দোলন থেকে সরে এসেছিলেন। সরকারে তরফে আশ্বাস দেওয়া হয়েছিল যে, ৫০ দিনের মধ্যে আন্দোলনকারী চাষিদের সমস্যার সমাধান হয়ে যাবে।
#WATCH Rajasthan: Farmers stage 'zameen samadhi satyagraha' (half-bury their bodies in the ground) to protest against provisions of acquisition of their land by Jaipur Development Authority (JDA), at Nindar village in Jaipur. pic.twitter.com/CjFGLpcZyv
— ANI (@ANI) March 2, 2020
নিনদার বাঁচাও যুব কিষাণ সংঘর্ষ সমিতির তরফে সংবাদ সংস্থা পিটিআই-কে জানানো হয়েছে যে, ৫ জন মহিলা-সহ ২১ জন চাষি রবিবার থেকে জমিন সমাধি নিয়েছেন। সোমবার সেই সংখ্যাটা ৫১-তে পৌঁছাবে। আমাদের আন্দোলন ততদিন চলবে যতদিন না চাষিরা তাঁদের অধিকার ফিরে পাচ্ছেন। ২০১১-তে এই বাড়ি তৈরির প্রকল্প হয়েছিল। প্রথমে বলা হয় ১০ হাজার বাড়ি তৈরি করা হবে। ২০১৭-র অক্টোবরেও একই রমক আন্দোলনে গিয়েছিলেন চাষিরা। সেবার ১৩০০ বিঘা জমি প্রায় জোর করে অধিগ্রহণ করে বাড়ি তৈরির পরিকল্পনা করে জয়পুর ডেভেলপমেন্ট অথরিটি।