(Photo Credits: Wikimedia Commons)

পারিবারিক আদালতের ক্ষমতা আছে একজন ব্যক্তির ডাক্তারি পরীক্ষার আদেশ দেওয়ার। এছাড়াও, হাইকোর্ট বলেছে যে একজন ব্যক্তি শুধুমাত্র বিয়ে করতে অস্বীকার করেছেন বা বিয়ে করেননি বলে তাকে মুক্তি দেওয়া যাবে না। অন্ধ্র প্রদেশ হাইকোর্টের বিচারপতি বিএস ভানুমাথি সারদা বনাম ধর্মপাল (1985) মামলায় সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের উল্লেখ করে এই মতামত দিয়েছেন। আদালত আবেদনকারী এবং বিবাদীর মধ্যে বিবাহ বাতিল এবং ক্ষতিপূরণ, বিবাহের খরচ ফেরত সংক্রান্ত মামলার শুনানি করছিলেন। এবার আদালত এই মতামতও নথিভুক্ত করেন।

দেখুন সেই টুইট-