মুম্বই, ১ জুলাই: মিথ্য পরিচয় দিয়ে আইআইটি বম্বেতে থাকতে শুরু করে এক যুবক (Fake Student)। টানা ১৪ দিন ধরে বিলাল আহমেদ তেলি নামে ওই যুবক আইআইটি বম্বের (IIT Bombay) ক্যাম্পাসে থাকতে শুরু করে। মিথ্যে পরিচয় দিয়ে আইআইটি বম্বের ক্যাম্পাসে থাকা পড়ুয়া ১৪ দিনে একের পর এক ইমেল আইডি তৈরি করতে শুরু করে। রিপোর্টে প্রকাশ, বিলাল আহমেদ তেলি নামের ওই যুবক মিথ্যে পরিচয় দিয়ে আইআইটি বম্বের ক্যাম্পাসে থেকে ১৪ দিন ধরে ২১টি ইমেল আইডি তৈরি করে। কড়া নিরাপত্তার ঘেরাটোপে থাকা সত্ত্বেও আইআইটি বম্বের ক্যাম্পাসে কীভাবে ওই ভুয়ো পড়ুা প্রবেশ করে ২১টি ইমেল আইডি তৈরি করল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
রিপোর্টে প্রকাশ, গত ২৬ জুন বিলাল আহমেদ আইআইটি বম্বের একটি সোফায় শুয়েছিল। ওই সময় এক কর্মী তাঁকে জিজ্ঞাসা করেন, সে সেখানে কী করছে বলে। প্রশ্ন শুনে বিলাল সেখান থেকে উঠে পালাতে শুরু করে। পড়ুয়া পরিচয় দেওয়া বিলাল ক্লাসের বাইরে থেকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াত। এরপর পুলিশ ডেকে গ্রেফতার করানো হয় বিলালকে। গ্রেফতারির পর আদালতে তোলা হয় বিলাল আহমেদকে ৭ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
কী কারণে বিলাল ওই ক্যাম্পাসে ঢুকে থাকতে শুরু করে, সে বিষয়ে পুলিশ খোঁজ খবর শুরু করেছে। জেরায় বিলাল স্বীকার করেছে, বেশ কিছুদিন ধরে সে ক্যাম্পাসে বসবাস করছিল কিন্তু কেউ তার গতিবিধির উপর নজর দেয়নি।
এসবের পাশাপাশি পুলিশ আরও জানতে পেরেছে, বিলাল আইআইটি বম্বের একাধিক ভিডিয়ো তৈরি করেছে। তবে সেগুলি কাউকে পাঠায়নি। সেই সঙ্গে নিজের মোবাইল এবং ল্যাপটপ থেকে বিলাল একাধিক তথ্য মুছে ফেলেছে। পুলিশ সেগুলিকে উদ্ধারের চেষ্টা শুরু করেছে। কোন উদ্দেশ্য নিয়ে বিলাল আইআইটি ক্যাম্পাসে প্রবেশ করে, সে বিষয়ে পুলিশ জোর কদমে শুরু করেছে তল্লাশি।
পুলিশের কথায়, সুরাটের একটি কোম্পানিতে কর্মরত বিলাল। যে কোম্পানি থেকে প্রত্যেক মাসে ১.২৫ লক্ষ টাকা বেতন পায় বিলাল। ২০২৪ সালে বিলাল বাহরিনে যায়। তার আগে দুবাইতে যাওয়ারও রেকর্ড রয়েছে বিলাল আহমেদের।