এসআইআর (SIR) আবহে বারাসাতের আমডাঙা থেকে গ্রেফতার ভুয়ো নির্বাচনী আধিকারিক। আমডাঙার বিডিও-র বিষয়টি সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেয়। তারপরই গত শুক্রবার সকালে তারাবেড়িয়া পঞ্চায়েত এলাকা থেকে গ্রেফতার করা হয় এসকে সামিউল নামে যুবককে। তাঁর থেকে উদ্ধার একাধিক ভুয়ো নথিপত্র। সেগুলি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করতেই সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশসূত্রে খবর, ব্যক্তিগত কারণেই সে এই কাজটি ঘটিয়েছিল।
পুলিশের তরফে জানানো হয়েছে, সামিউল ওই এলাকার এক তরুণীকে পছন্দ করত। কিন্তু তাঁর ঠিকানা জানত না বলে ভুয়ো নির্বাচনী আধিকারিক হিসেবে বাড়ি বাড়ি ঘুরছিল। তাঁদের তথ্য দেখার নাম করে মেয়েটির খোঁজ চালাচ্ছিল। সেই সময়ই এলাকার বিডিও-র তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে। আর তাতেই তাঁর অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হয় পুলিশের। তখনই ঘটনাস্থলে পুলিশ ডাকা হয়, তারপরই পুলিশ তাঁকে গ্রেফতার করে।
পুলিশি জেরায় সে ভুয়ো নির্বাচনী আধিকারিক কেন হয়েছে, সেই বিষয়টি জানায়। যদিও পুলিশ এখনও বিষয়টি খতিয়ে দেখছে। কারণ তাঁর থেকে উদ্ধার হয়েছে একাধিক জাল নথিপত্র। সেগুলি কোথা থেকে এল, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।