Mahua Sleeping in parliament?

তৃণমূল কংগ্রেসের সাংসদ সদস্য মহুয়া মৈত্র (Mahua Moitra) এবং সায়নি ঘোষ (Saayoni Ghosh) সংসদ অধিবেশন চলাকালীন দুজনে ঘুমিয়ে আছেন - এমন একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে।  যে ছবি শেয়ার হচ্ছে বিভিন্ন মাধ্যমে। যারা শেয়ার করছেন তাঁরা লিখছেন, "কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র (Krishnanagar MP Mahua Moitra) এবং যাদবপুরের সাংসদ সায়নি ঘোষ (Jadavpur MP Saayoni Ghosh) সারা রাত নিজ নিজ অঞ্চলের উন্নয়ন প্রকল্পগুলি নিয়ে চিন্তা করেছেন। তাই তারা সংসদে ঘুমানোর সিদ্ধান্ত নিয়েছেন।"

তবে  ঘটনার সত্যতা অন্বেষণে জানা গেছে অধিবেশন চলাকালীন মৈত্র বা ঘোষ কেউই ঘুমিয়ে ছিলেন না। স্ক্রিনশটটি এমন এক সময়ে ধরা হয়েছে তাঁদের চোখ দেখে মনে হয়েছিল যে তাঁরা ঘুমিয়ে পড়েছেন।

কীভাবে বোঝা গেল যে ওই ছবি সত্যি নয়?

ছবির গুগল রিভার্স ইমেজ সার্চ করে দেখা  গেছে যে ওই ছবি দুটি  সংসদ টিভিতে সম্প্রচারিত ইউটিউব ভিডিও থেকে এসেছিল যেখানে ভাইরাল হওয়া পোস্টে দেখানো হয়েছে দুই সাংসদ ঘুমিয়ে আছেন। যে সময় এই ঘটনা ঘটে তখন শিবসেনা (ইউবিটি) এর সাংসদ অরবিন্দ গণপত সাওয়ান্ত অফিস স্পিকার নির্বাচিত হওয়ার জন্য ওম বিড়লাকে অভিনন্দন জানাচ্ছিলেন। তার বক্তৃতার সময়, সাওয়ান্ত বলেছিলেন, "আমাদের যা দরকার তা হল সম্প্রীতি, ঘৃণা নয়।" ওই বক্তৃতার ১ মিনিট ৫৭ সেকেন্ড নাগাদ ঘটনাটি ঘটে। উভয় সাংসদ তাদের চোখ নামিয়েছিলেন, যেমনটি ভাইরাল পোস্টগুলিতে দেখানো হয়েছে। কিন্তু তাঁরা ঘুমিয়ে পড়েন নি। কারণ তাঁর ঠিক পরের স্ক্রিণশটে দেখা যাবে যে মহুয়া মৈত্র-র চোখ খোলা-

প্রথম ছবি- ১.৫৭ মিনিট

দ্বিতীয় ছবি- ১.৫৮ মিনিট

Social media users grabbed a screenshot where the two seemed like they were sleeping.

তৃতীয় ছবি- ১.৫৯ মিনিটের ছবিতে দুজনের চোখ খোলা আছে, তাই তাঁরা ঘুমিয়ে পড়েননি এটা বলাই যায়।

Social media users grabbed a screenshot where the two seemed like they were sleeping.

সাংসদ মহুয়া মৈত্র একই দাবিতে ইন্ডিয়া টুডে-এর একটি ফ্যাক্ট-চেক আর্টিকেল পুনরায় শেয়ার করেছেন এবং লিখেছেন, "গোদী মিডিয়ার জন্য এই জিনিষগুলি সত্যিই খারাপ ... "

 অর্থাৎ বোঝা গেল  যে ওখানে বসে তৃণমূলের দুই সাংসদ ঘুমাননি। তাঁদের চোখ বন্ধ হয়ে আসার সময়ের ক্লিক টি ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।