কোনও অনলাইন কুইজের আয়োজন করেনি ডিমার্ট (DMart )। ফ্যাক্ট চেকের (Fact Check) মাধ্যমে এই তথ্য উঠে এসেছে। যেখানে জানানো হয়, মহরম উপলক্ষ্যে কোনও অনলাইন কুইজের আয়োজন করেনি ডিমার্ট। হোয়াটস অ্যাপ-সহ বেশ কিছু সোশ্যাল মিডিয়ায় ডিমার্টের কুইজ নিয়ে যে খবর প্রকাশ করা হচ্ছে, তা পুরোপুরি মিথ্যে।
যে মেসেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, সেখানে দেখানো হয়, মহরম (Muharram) উপলক্ষ্যে যে কুইজের আয়োজন করা হয়, তা জিততে পারলে নগদ ৬৫ হাজারের বেশি কেউ উপার্জন করতে পারবেন। তারপর ডিমার্টকে আপনি চেনেন কি না বলে প্রশ্ন করা হয়। যার উত্তর হ্যাঁ বা না-এ দিতে হবে। পরপর ২টি প্রশ্নে ক্লিক করলে, পরের প্রশ্নে যেতে পারবেন বলে জানানো হয়। তবে যে তথ্যগুলি দেওয়া হয়, তার সবটাই মিথ্যে বলে ফ্যাক্ট চেকে স্পষ্ট করা হয়।