Jammu and Kashmir: উপত্যকার আকাশে ফের ড্রোনের ওড়াউড়ি, উদ্ধার বিস্ফোরক
এই সেই ড্রোন (photo Credits: ANI)

জম্মু, ২৩ জুলাই: উপত্যকায় (Jammu and Kashmir) ফের ড্রোনের ওড়াউড়ি৷ এবার ঘটনাস্থল জম্মু ও কাশ্মীরের কানাচক৷ উপত্যকার পুলিশ জানিয়েছে, গুলি করে ড্রোনটিকে নামালে তা থেকে বিস্ফোরক উদ্ধার হয়েছে৷ এনিয়ে বিস্তারিত তথ্য আসছে৷ বুধবার সাতওয়ারি এলাকায় একটি সন্দেহভাজন ড্রোনকে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল৷ গত ১৬ জুলাই ন্যাশনাল সিকিওরিটি গার্ডদের অ্যান্টি ড্রোন সিস্টেমের ব়্যাডারে ধরে পড়ে যে জম্মু এয়ারবেসের আশপাশে ড্রোন ওড়াউড়ি করছে৷ গত মাসে জম্মু এয়ারবেসে ড্রোন হানার পর এনএসজি জম্মু শহরে অ্যান্টি ড্রোন সিস্টেম বসায়৷ জম্মু-সহ দেশের বিভিন্ন প্রান্তের এয়ারবেসগুলিতে যাতে কোনও রকম হামলার ঘটনা না ঘটে তা দেখতে বায়ুসেনা ইতিমধ্যেই সুরক্ষা বলয় বাড়িয়েছে৷  আরও পড়ুন-Coronavirus Cases In India: হাজারের নিচে দৈনিক মৃত্যু, ফের কমল করোনা সংক্রমণ

এমনকী ছোট ড্রোনের থেকে যে বিপদ আসতে পারে সেদিকে খেয়াল রেখেই সুরক্ষা বলয় সাজানো হয়েছে৷ জম্মুতে ড্রোন হামলার পর বিভিন্ন সময় একাদিক ড্রোনের ঘোরাঘুরি নজরে এসেছে সেনা চৌকি, সেনা কার্যালয় ও নিয়ন্ত্রণরেখার আশপাশে৷ বেশকিছু ড্রোনকে গুলি করে নামিয়েছে সীমান্তরক্ষী বাহিনী৷