চেন্নাই, ১ জুলাই: তামিলনাড়ুর (Tamil Nadu) নেইভেলি লিগনাইট কর্পোরেশনের তাপবিদ্যুৎ কেন্দ্রে (Neyveli Lignite Plant) বিস্ফোরণ (Explosion)। বুধবার সকালে চুল্লিতে বিস্ফোরণে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর কমপক্ষে ১৭ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাঁদের এলএনসি লিগনাইট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছ। মৃতের সংখ্যা বাড়তে পারে।
জানা গেছে, লিগনাইট কর্পোরেশনের স্টেজ টু প্ল্যান্টের ৫ নং ইউনিটের বয়লারে বিস্ফোরণ হয়। সংস্থা সূত্রে জানানো হয়েছে, আহতদের লিগনাইট হসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতরা সকলেই ঠিকা শ্রমিক হিসেবে সংস্থায় কর্মরত ছিলেন। কী ভাবে এই বিস্ফোরণ হল তা খতিয়ে দেখা হচ্ছে। আরও পড়ুন: 47 Goats Quarantined In Karnataka: মালিক করোনাভাইরাসে আক্রান্ত, ৪৭টি ছাগলকে যেতে হল কোয়ারান্টিন সেন্টারে
Tamil Nadu: Explosion at a boiler in stage -2 of the Neyveli lignite plant. 17 injured persons taken to NLC lignite hospital. Visuals from the spot. More details awaited. https://t.co/jtaOudE9P0 pic.twitter.com/FWKYNsePVO
— ANI (@ANI) July 1, 2020
প্রসঙ্গত মে মাসেই একবার জোরালো বিস্ফোরণে কেঁপে উঠেছিল তামিলনাড়ুর কুদ্দালোর জেলার এই তাপবিদ্যুৎ কেন্দ্র। সে বারও ৮ জন আহত হন।