No Newspapers In Mumbai Today As City Goes Under Lockdown: শিয়রে শমন করোনাভাইরাস, মুম্বইবাসীকে অনলাইনে খবর জানতে অনুরোধ সংবাদ মাধ্যমের
প্রতীকী ছবি (Photo Credits: IANS)

মুম্বই, ২৩ মার্চকরোনাতঙ্কে কাঁপছে ভারত।  মুম্বইয়ের (Mumbai) অবস্থা সব থেকে খারাপ। সেখানে আক্রান্তের সংখ্যা ৮৯ ছাড়িয়েছে। আজ থেকে সম্পূর্ণ লকডাউন হয়ে যাওয়ায় হকাররা আর খবরের কাগজ পৌঁছে দিতে পারবেন না। তাই খবরের কাগজ থেকে দেশ ও বিদেশের হালহকিকত জানা মুশকিল। এই দুর্যোগের সময় অনলাইনে ই-পেপার পড়তে অনুরোধ করলেন মিড-ডে, হিন্দুস্থান টাইমস, হিন্দু-র মতো সংবাদ মাধ্যম। আজ যে কোনও খবরের কাগজ মিলবে না তা টুইট বার্তায় জানানো হয়েছে। এখনই সঙ্গে বলা হয়েছে, খবর জানতে হলে অনলাইন ই-পেপারে চোখ রাখতে হবে। মহারাষ্ট্রে মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। হকাররাও এখন লকডাউনে তাই খবর পড়তে হলে ই-পেপারেই ভরসা রাখুন।

মারণ ভাইরাসের থাবা থেকে সুস্থ হওয়ার পর ফের বিপদ। এবারে একেবারে শেষের সেদিন। মুম্বইয়ে কোভিড-১৯ পজিটিভে মৃত তৃতীয় ব্যক্তি ফিলিপিন্সের নাগরিক (Philippines Man)। তিনি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে কাটানোর পর প্রায় সুস্থ হয়ে উঠেছিলেন। তবে তাতে কি, ভাইরাস তো সহজে যাওয়ার নিয়। তাই মৃত্যুর কাছে হার মানতেই হল। এনিয়ে ভারতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা পৌঁছালো নয়ে। জানা গিয়েছে, ওই ব্যক্তি ডায়াবেটিস ও অ্যাসথমার সমস্যায় ভুগছিলেন। কিছুদিন আগেই তিনি ভারতে আসেন। গত ১৩ মার্চ অসুস্থ হয়ে পড়লে তাঁকে মুম্বইয়ের কস্তুরবা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়। আরও পড়ুন- Philippines Man Who Had Recovered Dies In Mumbai: করোনাভাইরাস থেকে সেরে ওঠার পর মুম্বইয়ে মৃত ফিলিপিন্সের নাগরিক

হু হু করে কোভিড-১৯( COVID-19) পজিটিভের সংখ্যা বেড়েই চলেছে। গোটা দেশের বিভিন্ন রাজ্য মিলিয়ে অন্তত ৭০টি জেলায় করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। কেরালা, মহারাষ্ট্র, দিল্লি ও উত্তরপ্রদেশ সম্পূর্ণ লকডাউন করা হয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত কোনও প্যাসেঞ্জার ট্রেন, মেট্রো চলবে না। তবে জরুরি পরিষেবার সবকিছুই চালু থাকছে। আইসিএমআর এক বিবৃতিতে জানিয়েছে, ২২ মার্চ পর্যন্ত করোনা আক্রান্ত সন্দেহে ১৭,২৩৭ জন ব্যক্তির থেকে পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে ১৮,১২৭টি নমুনা। এর মধ্যে ৩৯৬ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে।