(Photo Credits: PTI/File)

নতুন দিল্লি, ১০ অক্টোবর: কর্মচারীদের জন্য সুখবর। দীপাবলির (Diwali) মধ্যেই ২০১৯-২০২০ অর্থ বছরের প্রভিডেন্ট ফান্ডের (Provident Fund) সুদের প্রথম কিস্তি গ্রাহকদের মিটিয়ে দেবে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। লাইভ হিন্দুস্তানের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ৮.৫ শতাংশ হারে সুদ দেবে ইপিএফও।

সেপ্টেম্বরে, ভার্চুয়াল কনফারেন্সিংয়ের মাধ্যমে হওয়া ইপিএফও-র কেন্দ্রীয় বোর্ডের ট্রাস্টি বোর্ডের একটি সভায় ২০১৯-২০২০ সালের জন্য কর্মচারী প্রভিডেন্ট ফান্ডের (ইপিএফ) উপর ৮.৫ শতাংশ সুদের একটি অংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ২০১৯-২০২০ সালের ইপিএফ-র বাকি ০.৩৫ শতাংশ সুদ এই বছরের ডিসেম্বরে গ্রাহকদের অ্যাকাউন্টে জমা দেওয়া হবে বলে বোর্ড আরও জানিয়েছিল।

ইপিএফও এক বিবৃতিতে বলেছে, করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে সুদের হার সম্পর্কিত এজেন্ডা কেন্দ্রীয় বোর্ড দ্বারা পর্যালোচনা করা হয়েছিল এবং কেন্দ্রীয় সরকারের কাছে ৮.৫০% হারে সুদ দেওয়ার সুপারিশ করেছিল।